শিরোনাম
◈ এবার প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব ◈ ওয়েস্ট ইন্ডিজের বেহাল দশা, ম‌্যাচ জিত‌লো আফগা‌নিস্তান ◈ নবম পে-স্কেলে বৈশাখী ভাতা মূল বেতনের কতো শতাংশ, যা জানা গেল ◈ কীভা‌বে ১৯৯১ এর নির্বাচনে বিএনপির 'বিস্ময়কর' জয় এসেছিলো ◈ ঠেলাগাড়িতে বসে নীরবে ভিক্ষা করে কোটিপতি, আছে বহুতল ৩ বাড়ি ও মারুতি সুজুকি গাড়ি ◈ অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের হামলা, মৃত্যুর মুখে ২ তরুণ (ভিডিও) ◈ ইভ্যালির রাসেল-শামীমা আবারো গ্রেপ্তার ◈ ২৩ জানুয়া‌রি নয়া‌দি‌ল্লি‌তে আওয়ামী লীগের সংবাদ স‌ম্মেলন, কী উ‌দ্দে‌শে নেতারা বারবার এ‌টি কর‌ছেন?  ◈ বি‌শ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট‌কে এবার অ‌লি‌ম্পি‌কে দেখা যা‌বে ক্রিকেটার হিসা‌বে ◈ এনসিপি নেতা পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ১১:৫৭ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ১১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোম্পানীগঞ্জে বাস ভাঙ্গচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন:অনির্দিষ্টকালের ধর্মঘটের হুসিয়ারি

নুর উদ্দিন মুরাদ: বসুরহাট বাস মালিক নেতৃবৃন্দ ও মালিকদের নিরাপত্তা এবং ড্রিমলাইন বাস ভাঙ্গচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

২০ এপ্রিল (মঙ্গলবার) বেলা ১২ টায় বসুরহাট বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় সংবাদ সম্মেলনে বাস মালিক শহীদুল্লাহ বলেন- কোম্পানীগঞ্জ উপজেলাস্থ্য বসুরহাট আন্তজেলা বাস টার্মিনালের অবস্থান।এখান থেকে যাত্রীদের ঢাকা, চট্রগ্রাম, ফেনী, দাগনভুঁইয়া, বাংলাবাজারসহ বিভিন্ন জায়গায় সময় মতো গন্তব্যে পোঁছাতে সক্ষম হয়।

বিগত ৬ মাস কোম্পানীগঞ্জের নোংরা রাজনীতির শিকার আমাদের পরিবহন সেক্টর।এতে আমরা বড় ধরনের লোকসানের মুখে পড়তেছি। বিগত সময়ে বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার ডাকে হরতাল অবরোধ সহ রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশে বসুরহাটে বাস মালিকরা ব্যবসা ছেড়ে দেয়ার উপক্রম হয়েছে।

পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতেছে পরিবহন শ্রমিকরা।বিগত সময়ে মির্জা হরতাল অবরোধ দিয়ে লোকসান করে ক্ষান্ত হননি, চাঁদা না দেয়ায় তার নির্দেশে গত ১৫ এপ্রিল রাত ৮ টার দিকে বসুরহাটগামী তিনটি বাস ভাঙ্গচুর করে মির্জার ছোট ভাই শাহাদাত ও ছেলে তাশিকের নেতৃত্বে একদল সন্ত্রাসী। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়।

এসময় তারা বাস মালিক -শ্রমিকদের টার্মিনালে গেলে প্রাণ নাশের হুমকি প্রদান করে। এখানে ব্যবসা করতে গেলে স্তরে স্তরে চাঁদা দিতে হয় আর সবচেয়ে বেশি দিতে হয় বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জাকে। তার ছোট ভাই শাহাদাত ও তাশিককে গাড়ী চলুক বা না চলুক তিনজনের প্রতিদিনের চাঁদা প্রতিদিন পৌঁছে দিতে হয়।

এতো কিছুর পরও অসহায় হয়ে আমরা তাদের চাঁদা দিয়ে ব্যবসা করে যাচ্ছি। কারন বসুরহাট ছাড়া আর কোনো টার্মিনাল নেই।

এদিকে লকডাউনে গাড়ী বন্ধ, লকডাউন না থাকলে মির্জার ডাকে হরতালে গাড়ী বন্ধ থাকে, তারউপর মির্জা, তার ছোট ভাই ও ছেলের চাঁদাবাজিতে আমরা অতিষ্ঠ।

এপরিস্থিতিতে বসুরহাটে বাস ব্যবসা করা যাবেনা।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফেনী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, দাগনভুঁইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনের কাছে দাগনভুঁইয়া একটি আন্তজেলা বাস টার্মিনাল করে আমাদের নিরাপদ ব্যবসা করার সুযোগ দিন।

এসময় সংবাদ সম্মেলনে ড্রিম লাইন পরিবহনে হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করা হলে মালিক শ্রমিকরা অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিবেন বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়