শিরোনাম
◈ ঢাকা–করাচি রুটে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ ◈ ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা, আসছে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস ◈ জমি রেজিস্ট্রেশনে স্বচ্ছতা আনতে নতুন নিয়ম: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর ◈ বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরলো সরকার (ভিডিও) ◈ জয় ও পলকের বিরুদ্ধে আনা তিন অভিযোগে যা আছে ◈ প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা ◈ উত্তরার সাত থানায় নতুন ওসি নিয়োগ: নির্বাচনকে সামনে রেখে বড় রদবদল ◈ লন্ডন থেকে রওনা হচ্ছেন জোবাইদা রহমান, ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে 'বিলম্ব হবে' ◈ যুক্তরাজ্যের বহু বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি–পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত, ভর্তিতে বিধিনিষেধ দিয়েছে যারা ◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি!

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০২:২০ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জয় নিয়েও নিজের উপর অসন্তুষ্ট ধোনি

স্পোর্টস ডেস্ক : [২] বয়সের কোটা ৩৯ পেরিয়ে ৪০ ছুঁয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা চালিয়ে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এই বয়সে এসে পারফরম্যান্স যে প্রশ্নবিদ্ধ হবে, সেটি মানছেন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে ফিটনেস ইস্যুতে কাউকে আঙুল তুলতে দেবেন না ধোনি।

[৩] ইপিএলের ম্যাচে সোমবার ১৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল চেন্নাই। এই ম্যাচে ৪৫ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে কিংসরা। তবে কাঠগড়ায় ব্যাটসম্যান ধোনি। আগে ব্যাট করে দলীয় স্কোর ১৮৮ হলেও ধোনির অবদান মাত্র ১৮ রান। বল খেলেছেন ১৭টি। যেখানে শুরুর ৫ বলে কোনো রানের দেখা পাননি তিনি। নিজের খেলা ষষ্ঠ বলে ১ রান নিয়ে খাতা খোলেন ধোনি। আইপিএল হিসেবে এমন ইনিংসকে অনেকেই টেস্ট সুলভ বলে আখ্যাতির করেন।

[৪] ম্যাচ শেষে দায় মেনে নিয়ে ধোনি বলেন, আমরা আরো রান করতে পারতাম। আমি যে প্রথম ছয়টি বল খেলেছি, সেটি অন্য ম্যাচ হলে বিপদ ডেকে আনতে পারত।

[৫] বয়সের ভারে নুইয়ে না পড়লেও ৪০ বছর বয়সে দাঁড়িয়ে বাইশ গজের লড়াই যে সহজ নয়, সেটি মানছেন ধোনি। তবে ফিটনেস ইস্যুতে কাউকে আঙুল তুলতে দেবেন না তিনি। এখনো তরুণদের চ্যালেঞ্জ জানাতে ভালোলাগে তার।

[৬] ধোনি আরও জানান, আপনি যখন খেলতে নামবেন, তখন চাইবেন কেউ যাতে আনফিট বলতে না পারে। কিন্তু পারফরম্যান্সের নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। আমার যখন ২৪ বছর বয়স ছিল তখন যেমন পারফরম্যান্সে নিশ্চয়তা ছিল না, ৪০ বছরে এসে সেই নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। তবে এটুকু বলতে পারি, কেউ আমার ফিটনেসের দিকে আঙুল তুলতে পারবে না। আর সেটাই ইতিবাচক দিক আমার কাছে। তরুণ ছেলেগুলো প্রচুর দৌড়ায়। ওদের চ্যালেঞ্জ জানাতে ভালোলাগে। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়