আরিফুল ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি হত্যা মামলার আসামি হয়ে পাকশিমুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম পলাতক রয়েছেন। ফলে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স তালাবন্ধ থাকায় সেবা বঞ্চিত হচ্ছে হাজার হাজার মানুষ। প্রতিদিনই প্রয়োজনীয় কাজ শেষ না করে ফিরে যাচ্ছেন মানুষ।
সোমবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সরেজমিনে দেখা যায়, পরিষদের গেটে তালা ঝুলানো। ভেতরে ভবনেও তালা দেয়া দেখে ফিরে যান সেবা নিতে আসা স্থানীয়রা। দুপুরের দিকে রমজান মিয়া নামে এক ব্যক্তি ইউনিয়ন পরিষদের গেটে তালাবন্ধ দেখে ফিরে যাচ্ছিলেন। তিনি ওয়ারিশ সনদের জন্য এসেছিলেন। কিন্তু ইউনিয়ন পরিষদ তালাবন্ধ থাকায় ফিরে যাচ্ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে পাশের দোকানি জানান, আজ সোমবার (১৯ এপ্রিল) ইউনিয়ন পরিষদের তালাই খোলা হয়নি। লোকজন এসে ফিরে যাচ্ছেন। কয়েকদিন যাবত পরিষদের লোকজন মাঝে-মধ্যে ইউনিয়ন পরিষদ খুললেও কিছু সময় থেকে চলে যান।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে পাকশিমুল গ্রামে প্রতিপক্ষের হামলায় দেলোয়ার হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামি করা হয়েছে এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলামকে। তিনি পাকশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও।
এই বিষয়ে জানতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলামের মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
পরে পাকশিমুল ইউনিয়ন পরিষদের সচিব আবদুস কুদ্দুস জানান, তার স্ত্রী জেলা শহরে একটি হাসপাতালে ভর্তি আছেন। সেখানে সিজারে সন্তান জন্ম নিয়েছেন। তিনি স্ত্রীকে দেখতে শহরে হাসপাতালে রয়েছেন।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স বন্ধ থাকার কথা নয়। একজন গ্রাম পুলিশ পরিষদ অফিসে ডিউটিতে থাকার কথা। ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা বিদেশে চলে গেছেন। নতুন একজন উদ্যোক্তা নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার বলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল জানান, জরুরি প্রয়োজন ছাড়া এসময় ইউনিয়ন পরিষদ বন্ধ থাকবে। তবে সামনে একটি যোগাযোগ করার নম্বর থাকার কথা। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।