শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ১১:৫৮ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ১১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে বিএনপি- পুলিশ সংঘর্ষে ঘটনায় গ্রেপ্তারকৃত নগর মহিলা দলের পাঁচ নেত্রী জামিনে মুক্তি

রিয়াজুর রহমান: সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম নগর মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি (৫২), আঁখি সুলতানা (৪২), দেওয়ান মাহমুদা আক্তার লিটা (৩৫), রিনা বেগম (৪০) ও ফাতিমা কাজল (৩৫), চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করে নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ বলেন, সোমবার (১৯ এপ্রিল) সন্ধার পর চট্টগ্রাম মহানগর  মহিলা দলের সভানেত্রী মোনোয়ারা বেগম মণিসহ পাঁচ নেত্রী কারাগার  থেকে মুক্তি পেয়েছেন।

এর আগে দুপুরে চট্টগ্রামের মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন ভার্চুয়াল আদালতে আসামীদের জামিনের আদেশ দেন।

দুপুরে আসামিদের আইনজীবী বদরুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনার কারণে আসামিদের কারাগারে রেখেই আমরা ভার্চুয়ালি শুনানি করেছি। কোতোয়ালী থানার ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ডা. শাহাদাত হোসেনসহ মহিলা দলের পাঁচ নেত্রীর শুনানি শেষে প্রত্যেকের জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে শাহাদাতের আরও দুই মামলার জামিন শুনানি হয়নি।

উল্লেখ্য, গত ২৯ মার্চ দুপুর তিন টায় চট্টগ্রাম নগর বিএনপির প্রতিবাদ সমাবেশে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরে নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাতসহ ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই দিন গভীর রাতে সংঘর্ষের ঘটনায় দু'টি মামলা দায়ের করে পুলিশ। একটি কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে অন্যটি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। প্রত্যেক মামলাতেই নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান ও নগর কমিটির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, নগর যুবদলের সভাপতি-সেক্রেটারি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি-সেক্রেটারি, ছাত্রদলের সভাপতি-সেক্রেটারিসহ নগর বিএনপির শীর্ষ ৫৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়