শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় দল থেকে বাদ, বেতনও কমেছে যুবেন্দ্র চাহালের, স্ত্রীর চোখে জল

স্পোর্টস ডেস্ক : [২] তিনি ভারতীয় দলের তারকা লেগ স্পিনার। তবে গত কয়েক মাস ধরে তার ফর্ম খুব খারাপ। যার জেরে জাতীয় দল থেকে বাদ পড়েছেন। শুধু তাই নয়, যুবেন্দ্র চাহালের বেতনও অনেকটাই কমেছে। এমন খারাপ সময়ে আর কেউ তার পাশে থাকুক না থাকুক, স্ত্রী ধনশ্রী রয়েছেন। আর যুবেন্দ্র চাহাল আইপিএলে এসে স্ত্রীর মন জয় করলেন। তাকে কখনও হাসলেন, কখনও চাহালের জন্য স্ত্রী ধনশ্রীর চোখে জল চলে এল।

[৩] রোববার কলকাতা নাইট রাইডার্স-এর বিরুদ্ধে আইপিএলের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন চাহাল। ৪ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন। অনেকদিন পর তার পারফরম্যান্স বলার মতো হয়েছে। অর্থাৎ এই ম্যাচ থেকেই তার ফর্মে ফেরার ইঙ্গিত মিলেছে। আর স্বামীর ফর্মে ফেরার মুহূর্ত দেখে চোখের জল আটকাতে পারলেন না ধনশ্রী।

[৪] রোববার ম্যাচের মাঝে ক্যামেরা যখন তার দিকে তাক করেছে, তখন ধনশ্রীর চোখে জল। তিনি কোনওরকমে কান্না চেপে ছিলেন। ধনশ্রী-চাহালের সেই ভালবাসার মুহূর্ত দেখে নেটিজেনরা আবেগপ্রবণ হয়ে পড়লেন। অনেকেই বললেন, স্বামী-স্ত্রীর মধ্যে ভালবাসা আসলে এমনই হওয়া উচিত। একজনের মনের কষ্ট আরেকজন উপলব্ধি করবে। দুঃসময়ে একে অপরের পাশে দাঁড়াবে।

[৫] গত কয়েক মাস ধরে চাহাল ফর্মে নেই। দিন কয়েক আগে বিসিসিআই নতুন কন্ট্র্যাক্ট লিস্ট প্রকাশ করেছে। সেখানে চাহালের অবনতি হয়েছে। তিনি এখন গ্রুপ বি থেকে গ্রুপ সি-তে চলে গিয়েছেন। আগে বছরে তিন কোটি টাকা বেতন পেতেন চাহাল। কিন্তু এখন থেকে পাবেন এক কোটি টাকা। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে পারফরম্যান্স বলার মতো ছিল না।

[৬] ফলে প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি। এরপর ওয়ান-ডে সিরিজে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। আইপিএলের প্রথম দুই ম্যাচএ একটিও উইকেট পাননি তিনি। রোববার (১৮ এপ্রিল) কেকেআরের বিরুদ্ধে তিনি দুটি উইকেট পেলেন। চাহাল প্রথম উইকেট পাওয়ার পরই ধনশ্রীর চোখে জল চলে এল। আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি। - এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়