শিরোনাম
◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও) ◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ ◈ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুস্তাফিজুর রহমানকে শোকজ ◈ নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা পুনর্বিবেচনার সময় এসেছে : আসিফ মাহমুদ (ভিডিও) ◈ যে যাই বলুক, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন: ড. ইউনূস ◈ আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি ◈ ইসি থেকে সুখবর পেলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু ◈ দেশীয় স্পিনিং শিল্প রক্ষায় সুতা আমদানির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের উদ্যোগ

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ১২:২৪ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি

শিমুল মাহমুদ: [২] করোনাভাইরাস আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি' হয়েছে বলে জানিয়েছন তার ব্যক্তিগত চিকিৎসকরা । জ্বর-কাশি নেই, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি ।

[৩] রোববার রাত সাড়ে নটার পরে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ শাকিব খান এবং ল্যাবএইডের টেকনোলজিস্ট সবুজ খালেদা জিয়ার গুলশানের বাসভবনে প্রবেশ করেন।

[৪] পরে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অধ্যাপক এফ এম সিদ্দিকী।

[৫] তিনি বলেন,যেহেতু দ্বিতীয় সপ্তাহ, আমরা তাকে ক্লোজ মনিটরিং এ রেখেছিলাম। আমি বলেছিলাম গতকাল সন্ধ্যার পরে আমার একটু তাপমাত্রা ছিল। আজকে আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো আছেন। আজকে উনার জ্বর আসেনি। আমাদের বিশ্বাস হচ্ছে উনি সেকেন্ড উইক টা ভালো ভাবে পার করতে পারবেন। কালকে যে জ্বর ছিল আজকে আসেনি।

[৬] খালেদা জিয়ার এই চিকিৎসক বলেন, আমরা যদি দেখি আগামী ৪৮ ঘণ্টায় উনার জ্বর নেই তাহলেই আমরা নিশ্চিত হতে পারব সম্ভবত ম্যাডাম কোভিডের ডেন্জার প্রিয়ড থেকে বের হয়ে আসছেন। আজকে দশম দিন। আর ৪৮ ঘণ্টা পার হলে আমরা বলতে পারব ম্যাডামের চিকিৎসার নিরাপদ পর্যায়ে এসেছি। উনি হাঁটাহাঁটি করছেন। ব্লাড সুগার সহ অন্যান্য যে প্যারামিটার সবগুলো মনিটর করছি । আলহামদুলিল্লাহ উনার কাশি নেই গলা ব্যথা নেই। আমাদের কাছে মনে হচ্ছে সবকিছু ভালোভাবে এগোচ্ছে।

[৭] তিনি বলেন,৪৮ ঘন্টা অন্তর অন্তর ব্লাডের প্যারামিটার মনিটর করি। ব্লাড দেখে বোঝা যায় যে কোভিড খারাপ পর্যায়ে ঢুকেছে কিনা। রিপোর্ট গুলো সব ভালো আছে। খাবারের রুচি ভালো আছে। মানসিকভাবে ভেরি স্ট্রং। উনি সময় যে নিজের কথা জানতে চান তা না। আমার মনে হয়েছে উনি নির্ধিদায় আমাদের ওপর আস্থা নিয়ে চিকিৎসা নিয়ে যাচ্ছেন। তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমান সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়