শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ১১:৩৩ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ১১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম জেলা প্রশাসনের ১০ জন ম্যাজিস্ট্রেটের দিনভর ভ্রাম্যমান আদালতের অভিযান

রাজু চৌধুরী: সরকার ঘোষিত লকডাউন সফল করার লক্ষ্যে ভ্রম্যমান আদালতের অভিযান অব্যাহত  রেখেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এই সময় ১০ অভিযানে ২৪ মামলায় ৭৭০০ টাকা অর্থদণ্ড এবং ১০০০ মাস্ক বিতরণ করা হয়।

রবিবার ১৮ এপ্রিল চট্টগ্রাম জেলা প্রশাসনের দশজন নির্বাহী ম্যাজিস্ট্রেট  নগরীর বিভিন্ন স্থানে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করেন এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান মেহেবুব নগরীর পাঁচলাইশ  বাকলিয়া ও চকবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জনসাধারণকে সচেতন করেন  এবং সচেতনতার পাশাপাশি মাস্ক বিতরণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন নগরীর খুলশী বায়েজিদ ও  চাঁদগাও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ৩ টি মামলায় ১৭০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।

এ সময়  অধিকাংশ  সাধারণ মানুষ কে স্বাস্থ্য বিধি মেনে চলতে দেখেন এবং সচেতনতার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষে  মাস্ক বিতরণ করেন।  নির্বাহী ম্যাজিস্ট্রেট  আশরাফুল হাসান পতেঙ্গা ইপিজেড ও বন্দর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা কালে ০১ টি মামলা দায়ের করে ১০০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এছাড়াও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক খুলশী, বায়েজিদ ও চাঁদগ্রাম এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় অধিকাংশ মানুষ কে স্বাস্থ্য বিধি মেনে চলতে দেখেন । সর্বাত্মক লকডাউন  মেনে চলার ব্যাপারে জনসাধারণকে সচেতন করেন এবং জেলা প্রশাসনের পক্ষে মাস্ক বিতরণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত নগরীর কোতোয়ালী সদরঘাট ও ডবলমুরিং এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ০৬ টি মামলায় ১২০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং লকডাউন ও স্বাস্থ্য বিধি মেনে চলার ব্যাপারে জনসাধারণকে সচেতন করেন।

এছাড়াও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট  মিজানুর রহমান নগরীর কোতোয়ালি সদরঘাট ও ডবলমুরিং এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ০১ টি মামলা দায়ের করে ৩০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। এছাড়াও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান শহরের পাহাড়তলী হালিশহর ও আকবরশাহ  এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ০৩ টি মামলা দায়ের করে ১২০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং জেলা প্রশাসন, চট্টগ্রামের পক্ষ হইতে মাস্ক বিতরণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ উমর ফারুক  নগরীর কোতোয়ালি ও নিউমার্কেট  এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ১ টি মামলায় ২০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং সচেতনতার পাশাপাশি মাস্ক বিতরণ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ জিল্লুর রহমান নগরীর পতেঙ্গা ইপিজেড ও বন্দর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ টি মামলায় ১৬০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। এ সময় অধিকাংশ সাধারণ মানুষ কে স্বাস্থ্য বিধি মেনে চলতে দেখা যায় এবং মাস্ক বিতরণ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ আশরাফুল আলম নগরীর পাঁচলাইশ বাকলিয়া ও চকবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ০১ টি মামলায় ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।  এছাড়াও লকডাউন সফল করার লক্ষ্যে সন্ধ্যার পর থেকে আরও দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ আতিকুর রহমান ও জনাব প্লাবন কুমার বিশ্বাস  এর নেতৃত্বে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়