আখিরুজ্জামান সোহান: দীর্ঘদিনের সহঅভিনেতা ওয়াসিমের মৃত্যুতে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা অঞ্জনা রহমান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি বলেন, ‘আরেকটি নক্ষত্রের পতন। আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি শক্তিমান চিত্রনায়ক ওয়াসিম ভাই আজ আমাদের কে ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন।আপনার শূন্যস্থান কখনো পূর্ন হবার নয়।পরপারে ভালো থাকবেন এই প্রার্থনাই করি। কি বলবো আসলেই বাকরুদ্ধ হয়ে গেছি কিছুই বলার নেই।’
আরও বলেন, আমার সাথে অসংখ্য সুপার বাম্পারহিট চলচ্চিত্রের নায়ক হিসেবে তিনি অভিনয় করেছেন মাইলস্টোন অনেক চলচ্চিত্রে। আপনি বেঁচে থাকবেন আপনার অমর কাজের মাধ্যমে বাংলা চলচ্চিত্রের স্বপ্নীল আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে।
আমি ও ওয়াসিম ভাই অভিনীত উল্লেখ্যযোগ্য দর্শকনন্দিত চলচ্চিত্র গুলো হলো:
১।নূরী
২। প্রেমের সমাধী
৩। ঈমানদার
৪। দিদার
৫।ডাকু ও দরবেশ
৬। জুলুমের বদলা
৭। সংঘাত
৮। যাদুপুরী
৯। নান্টুঘটক
১০। হীরামন
১১। আলাদীন আলীবাবা সিন্দাবাদ
১২। রাজ মুকুট
১৩। রাখে আল্লাহ মারে কে
১৪।খঞ্জর
১৫। নাগমাতা
দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সারে ১২টার দিকে না ফেরার দেশে চলে গেছেন বাংলা চলচ্চিত্রের নায়ক ওয়াসিম। তার মৃত্যুর খবরে চলচ্চিত্রাঙ্গনের বিভিন্ন জন শোক জানিয়েছেন।