ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: [২] মৃত শ্রমিকের নাম বিপুল হোসেন (৩৫)। তিনি ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জয়নগর বাবুপাড়ার নুরজামাত প্রামাণিকের ছেলে। বিপুল রূপপুর পারমাণবিক প্রকল্পের নিকিমথ কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
[৩] শনিবার দুপুরে এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, করোনায় মৃত্যুবরণের খবরটি শুক্রবার রাত ৯টায় জানতে পেরেছি। ইতোমধ্যে ওই পরিবারের সদস্যদের চলাফেরায় নিয়ম মানার জন্য বলা হয়েছে।
[৪] জানা যায়, ছয় দিন আগে কোম্পানিতে প্রাথমিক পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়লে তাকে ছুটি দেওয়া হয়। কিন্তু বাড়িতে তিনি কাউকে বিষয়টি জানাননি।
[৫] এরপর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
[৬] কিন্তু অবস্থার অবনতি ঘটলে অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানে ভোর ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। চিকিৎসক করোনার পজিটিভ ডেথ সার্টিফিকেট প্রদান করেন।
[৭] একই গ্রামের বাসিন্দা ও সলিমপুরের সাবেক চেয়ারম্যান ইসরাইল হোসেন মণ্ডল, ইউপি সদস্য আসাদুল হক জানান, বিপুল হোসেন করোনা আক্রান্ত ছিলেন; বিধায় শুক্রবার বেলা ১১টায় তার মরদেহ দাফন করা হয়েছে।