শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ১০:০৪ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৩:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা প্রতিরোধে চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করা হবে: ওবায়দুল কাদের

সমীরণ রায়, মহসীন কবির: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সামনে দু’টি চ্যালেঞ্জ রয়েছে। একটি হচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাসকে প্রতিরোধ করা। অন্যটি স্বাধীনতার চেতনার শত্রু সাম্প্রদায়িকতাকে রুখতে, প্রতিহত এবং পরাজিত করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে এই চ্যালেঞ্জের মুখোমুখি আছি। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাকে প্রতিরোধ করবো এবং সাম্প্রদায়িক অপশক্তিকেও প্রতিহত করবো।

[৪] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের আন্তরিকতা, সদিচ্ছা এবং চেষ্টার কোনো ঘাটতি নেই। সব ধরনের ঘাটতি সরকার পূরণ করার চেষ্টা করছে। আমাদের প্রতিবেশী দেশে প্রতিদিন প্রায় আড়াই লাখের ওপরে সংক্রমণ হচ্ছে। সেদিক থেকে এখনও বাংলাদেশের অবস্থা ভালো। করোনা ভাইরাস মোকাবেলা করা দুরূহ এবং কঠিন চ্যালেঞ্জ। কিন্তু শেখ হাসিনার মতো সাহসী কাণ্ডারী আমাদের সঙ্গে আছেন। করোনার প্রথম ঢেউ মোকাবেলায় তিনি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। জীবনের সঙ্গে জীবিকার সমন্বয় করে তিনি পরিস্থিতির মোকাবেলা করেছেন। দেশের মানুষের নেত্রীর ওপর আস্থা রয়েছে।

[৫] মুজিবনগর দিবস উপলক্ষে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়ার মেহেরপুরের আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। এর আগে ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয় এবং স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। মুজিবনগর সরকারেরও ৫০ বছর পূর্তি। করোনার এই কঠিন পরিস্থিতিতে দিবসটি আমরা উৎসবমুখর পরিবেশে পালন করতে পারছিনা।

[৬] শনিবার ধানমন্ডির ৩২ নম্বরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়