শিরোনাম
◈ নির্বাচ‌নের পর নতুন সরকা‌রে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে? ◈ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে কার্যকর ◈ এ‌শিয়া কাপ রাই‌জিং স্টার টুর্না‌মে‌ন্টের সেমিফাইনালে বাংলাদেশ  ◈ বিশ্বকা‌পে বাংলা‌দেশের প্রথম ম‌্যাচ ভার‌তের বিরু‌দ্ধে ১৭ জানুয়া‌রি  ◈ টেস্ট ক্রিকে‌টে কোচ থে‌কে কি সরানো উচিত ‌গৌতম গম্ভীরকে? যা বল‌লেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যুদ্ধবিরতির মধ্যেই গাজায় আইডিএফের হামলায় নিহত ২৮, আহত কমপক্ষে ৭৭ ◈ আন্তর্জাতিক বাহিনী আসছে গাজায়, নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে হামাস ◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও)

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ১০:০৪ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৩:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা প্রতিরোধে চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করা হবে: ওবায়দুল কাদের

সমীরণ রায়, মহসীন কবির: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সামনে দু’টি চ্যালেঞ্জ রয়েছে। একটি হচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাসকে প্রতিরোধ করা। অন্যটি স্বাধীনতার চেতনার শত্রু সাম্প্রদায়িকতাকে রুখতে, প্রতিহত এবং পরাজিত করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে এই চ্যালেঞ্জের মুখোমুখি আছি। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাকে প্রতিরোধ করবো এবং সাম্প্রদায়িক অপশক্তিকেও প্রতিহত করবো।

[৪] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের আন্তরিকতা, সদিচ্ছা এবং চেষ্টার কোনো ঘাটতি নেই। সব ধরনের ঘাটতি সরকার পূরণ করার চেষ্টা করছে। আমাদের প্রতিবেশী দেশে প্রতিদিন প্রায় আড়াই লাখের ওপরে সংক্রমণ হচ্ছে। সেদিক থেকে এখনও বাংলাদেশের অবস্থা ভালো। করোনা ভাইরাস মোকাবেলা করা দুরূহ এবং কঠিন চ্যালেঞ্জ। কিন্তু শেখ হাসিনার মতো সাহসী কাণ্ডারী আমাদের সঙ্গে আছেন। করোনার প্রথম ঢেউ মোকাবেলায় তিনি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। জীবনের সঙ্গে জীবিকার সমন্বয় করে তিনি পরিস্থিতির মোকাবেলা করেছেন। দেশের মানুষের নেত্রীর ওপর আস্থা রয়েছে।

[৫] মুজিবনগর দিবস উপলক্ষে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়ার মেহেরপুরের আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। এর আগে ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয় এবং স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। মুজিবনগর সরকারেরও ৫০ বছর পূর্তি। করোনার এই কঠিন পরিস্থিতিতে দিবসটি আমরা উৎসবমুখর পরিবেশে পালন করতে পারছিনা।

[৬] শনিবার ধানমন্ডির ৩২ নম্বরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়