শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৫:২০ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৫:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে কোভিড১৯ আক্রান্তে মহিলা পরিষদ নেত্রীসহ ২ নারীর মৃত্যু

মঈন উদ্দীন: [২] কোভিড ১৯ আক্রান্তে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুই নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা ও রাত ১টার দিকে তারা মারা যান। মৃত নারীদের মধ্যে লাইলুন নাহার বেবী (৬৯) বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ছিলেন। তিনি নওহাটা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক। গত ২৯ মার্চ করোনা পরীক্ষা করে তার পজেটিভ আসে।

[৩] এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপরজন শেলী বেগমের (৫০) বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়নের বামইল গ্রামে। তার স্বামীর নাম জাহাঙ্গীর আলম। রামেক হাসপালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান। করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে তিনি হাসপাতালে ভর্তি হন।

[৪] এদিকে শুক্রবার দুপুরে রাজশাহী বিভাগীয় এক প্রতিবেদনে জানানো হয়, গত ২০ ঘন্টায় বিভাগে করোনাভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নওগাঁয় একজন এবং সিরাজগঞ্জে একজন মারা যান। প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৩০ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৭১ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ জন মারা গেছেন রাজশাহীতে।

[৫] এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ৩১ জন, নাটোরে ১৫ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ১৯ জন এবং পাবনায় ১২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিভাগে নতুন ২২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন সুস্থ হয়েছেন ১৩৪ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৫৩৬ জন। এদের মধ্যে ২৫ হাজার ৫৭৭ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৩২৪ জন কোভিড-১৯ রোগী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়