শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৫:২০ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৫:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে কোভিড১৯ আক্রান্তে মহিলা পরিষদ নেত্রীসহ ২ নারীর মৃত্যু

মঈন উদ্দীন: [২] কোভিড ১৯ আক্রান্তে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুই নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা ও রাত ১টার দিকে তারা মারা যান। মৃত নারীদের মধ্যে লাইলুন নাহার বেবী (৬৯) বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ছিলেন। তিনি নওহাটা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক। গত ২৯ মার্চ করোনা পরীক্ষা করে তার পজেটিভ আসে।

[৩] এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপরজন শেলী বেগমের (৫০) বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়নের বামইল গ্রামে। তার স্বামীর নাম জাহাঙ্গীর আলম। রামেক হাসপালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান। করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে তিনি হাসপাতালে ভর্তি হন।

[৪] এদিকে শুক্রবার দুপুরে রাজশাহী বিভাগীয় এক প্রতিবেদনে জানানো হয়, গত ২০ ঘন্টায় বিভাগে করোনাভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নওগাঁয় একজন এবং সিরাজগঞ্জে একজন মারা যান। প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৩০ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৭১ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ জন মারা গেছেন রাজশাহীতে।

[৫] এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ৩১ জন, নাটোরে ১৫ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ১৯ জন এবং পাবনায় ১২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিভাগে নতুন ২২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন সুস্থ হয়েছেন ১৩৪ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৫৩৬ জন। এদের মধ্যে ২৫ হাজার ৫৭৭ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৩২৪ জন কোভিড-১৯ রোগী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়