 
    
বিনোদন ডেস্ক : চলুছে সিয়াম ও সাধনার মাস পবিত্র মাহে রমজান। করোনা সংক্রমণের কারণে ধর্মপ্রাণ মুসলমানরা ঘরে বসে ইবাদত করছেন। পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে আল্লাহ তা’আলার কাছে দোয়া কবুলের আহবান জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।
বুবলী তার অফিসিয়াল ফেসবুক পেজ নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন,পবিত্র মাহে রমজানে সবাইকে আল্লাহ্ তাআলা হেদায়াত করুন,সুস্হ রাখুন এবং নিরাপদে রাখুন।'
জানা গেছে, শবনম বুবলী পরিণত বয়স থেকে প্রতি বছরেই রোজা রাখেন। বর্তমানে দেশে করোনা সংক্রমণ বাড়ায় চলছে লকডাউন। তাই নিজেকে ঘরবন্দী রেখেছেন নিজেকে বুবলী। সিনেমার শুটিংয়ের ব্যস্ততা না থাকায় পুরো সময়টা বাসাতেই কাটাচ্ছেন।
২০২০ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ঠিক ১০ মাসে কোথাও দেখা যায়নি ঢাকাই চলচ্চিত্রের নায়িকা শবনম বুবলিকে।
সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ ছবির শুটিংয়ে শেষ অংশ নিয়েছিলেন গত বছর ১২ ফেব্রুয়ারি। পরে একটি দৈনিক পত্রিকার সঙ্গে কথা বলেছিলেন একই মাসের শেষের দিকে। বুবলির মুক্তিপ্রাপ্ত শেষ ছবি ছিল কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’। তারপর থেকে ১০ মাস সবকিছু থেকে নিজেকে আড়াল রেখেছিলেন এই চিত্রনায়িকা।
ফিরে এসে পুরোদমে কাজ শুরু করেছেন। সূত্র: ফেসবুক
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
