ওয়ালিউল্লাহ সিরাজ: [২] জর্ডান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাইফুল্লাহ আল-ফায়েজ বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ঐতিহাসিক স্থাপনায় বর্বরতা চালাচ্ছে। এর মাধ্যমে বিশ্বের মুসলমানদের মনে ভীষণ আঘাত ও উসকানি দিচ্ছে। আরব নিউজ, নিউজ আরব
[৩] জর্ডান পরিচালিত জেরুজালেম ওয়াকফ এবং আল আকসাবিষয়ক বিভাগের কর্মকর্তাদের নানাভাবে ইসরায়েলি পুলিশ হয়রানি করেছে বলেও পাওয়া গেছে।
[৪] ইসরায়েলি পুলিশ জানায়, আজানের কারণে ইহুদিদের উপাসনায় বিঘ্ন ঘটে। তাই আল-আকসা মসজিদের মিনার থেকে মাইকে আজান দেয়া যাবে না।
[৫] রমজানের প্রথম দিনে (মঙ্গলবার) ইসরায়েলি পুলিশ মাইকে আজান দিতে বারণ করে এবং মাইকের তার কেটে দেয়।
[৬] ১৯৬৭ সালে ফিলিস্তিনে দখলদারিত্ব শুরু করার পর মঙ্গলবারই প্রথম আল আকসা মসজিদের আজান বন্ধ করলো ইসরায়েলি পুলিশ।