শিমুল মাহমুদ: এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান শেষে সাংবাদিকদের ডা. জাহিদ বলেন, আমাদের জানার আগ্রহ ছিলো ম্যাডামের চেষ্টের প্রকৃত অবস্থা কি। এজন্য আমার সিটি স্ক্যান করালাম। সে রিপোর্ট আমরা পেয়েছি । আমরা মনে করি সেটা ‘অত্যন্ত মিনিমাম’ তাই চিকিৎসা করা প্রয়োজন।
তিনি বলেন, এখন চিকিৎসকদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন । আলোচনা শেষে লন্ডনে থাকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উনার স্ত্রী জোবাইদা রহমানসহ যারা বিদেশী চিকিৎসক যুক্ত রয়েছেন উনাদের সঙ্গে আলোচনা। যদি কোনো ঔষধপত্র যুক্ত করতে হয় তাহলে সেটা করা হবে। একই সঙ্গে সার্বক্ষনিক পর্যবেক্ষণ করতে হবে। যেকোনো সময় যেনো ব্যবস্থা করতে পারি সে প্রস্তুতিও আমাদের রয়েছে।
তিনি জানান, এখনো শংকামুক্ত বলার সময় আসে নাই। ১২ থেকে ১৪ দিন পর বলা যাবে তিনি শংকা মুক্ত।