রাকিবুল রিফাত: [২] মঙ্গলবার ফুজাইরা উপক‚লে ইসরায়েলি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। আরব নিউজ
[৩] ইসরায়েলি সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানায় ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন ধরে যায় হাইপেরিয়ন নামের জাহাজটিতে। তবে এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরাইলের কয়েকটি গণমাধ্যম ড্রোনের মাধ্যমে হামলাটি হতে পারে বলে মনে করছে।
[৪] জাহাজটি ইসরায়েলি রে শিপিং কোম্পানির। গেলো ফেব্রæয়ারিতেও একই প্রতিষ্ঠানের অপর একটি জাহাজ ইরানি হামলার শিকার হয়। নাতানজ পরমাণু স্থাপনায় গোলযোগের প্রতিশোধ নিতে ইরানের অঙ্গীকারের পরদিনই এই হামলা হয়েছে। যদিও এই হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি তেহরান কিংবা তেল আবিব। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল