শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৮:০৪ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডবলমুরিং থানার উদ্যোগে চালু করা হলো 'ফ্রি ইফতার এন্ড সেহেরি' শপ

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের সামনে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ এবং হাসপাতালে আসা রোগীর স্বজনদের বিনামূল্যে ইফতার ও সেহেরি পণ্য সামগ্রী উপহার দিতে একটি দোকান চালু করেছে ডবলমুরিং থানা পুলিশ।

[৩] বুধবার ১৪ এপ্রিল দুপুরে ‘ফ্রি ইফতার এন্ড সেহেরি শপ’ নামে মাসব্যাপী এই দোকানের উদ্বোধন করেন নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) আব্দুল ওয়ারিশ।

[৪] ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ডবলমুরিং থানায় কর্মরত পুলিশ সদস্যদের অর্থায়নে পবিএ রমযানকে সামনে রেখে প্রতিদিন ৩০০ মানুষের ইফতার ও সেহেরির ব্যবস্থা করা হচ্ছে এই দোকানের মাধ্যমে । প্রথম দিনে তৈরি ইফতার ও সেহেরি বিতরণ দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। এরপর ইফতার ও সেহেরির সামগ্রীও বিনামূল্যে দেওয়া হবে।

[৫] উদ্বোধনী বক্তব্যে উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়ারীশ বলেন, রোজায় হাসপাতালে রোগীর সঙ্গে থাকা স্বজনরা ইফতার ও সেহেরির জন্য কষ্ট পান। আবার লকডাউনের কারণে নিম্ন আয়ের মানুষদেরও বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। তাদের সহযোগিতার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই সবাই এইভাবে মানবিক কাজে এগিয়ে আসুক।

[৬] এসময় অন্যান্যের মধ্যে সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) পলাশ কান্তি নাথ, সহকারী কমিশনার শ্রীমা চাকমা, মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মো. মোরশেদ হোসেন, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. নুরুল হক উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়