তাহমীদ রহমান: [২] একচেটিয়া আধিপত্য তৈরি করার অভিযোগে জ্যাক মার আলিবাবা গ্রুপকে গত শনিবার ২৭৫ কোটি ডলার জরিমানা করেছিল চীনের নীতিনির্ধারণী কর্তৃপক্ষ।
[৩] এর ঠিক দুই দিন পর সোমবার নিউইয়র্ক পুঁজিবাজারে আলিবাবার আমেরিকান ডেপোজিটরি রিসিপ্ট ৯ দশমিক ৩ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। এর মধ্য দিয়ে প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ উত্থান দেখায় আলিবাবা।
[৪] ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, জ্যাক মার অর্থের পরিমাণ ২.৩ বিলিয়ন মার্কিন ডলার বেড়ে ৫২.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আর মঙ্গলবার হংকং শেয়ার বাজারে ৩ দশমিক ৪ শতাংশ পর্যন্ত দরবৃদ্ধির মধ্য দিয়ে আলিবাবার লেনদেন শুরু হয়।
[৫] গত বছর পর্যন্ত চীনের শীর্ষ ধনী ছিলেন জ্যাক মা। দেশটির সরকারি নিয়ন্ত্রণ সংস্থা একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে সরব হলে শত কোটি টাকা হারান তিনি। সম্পাদনা : রাশিদ