শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৪:৫৯ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লঙ্কার বিপক্ষে জয়ের ধারায় ফিরতে চাই: সুজন

নিজস্ব প্রতিবেদক: [২] আন্তর্জাতিক ক্রিকেটে ধুঁকতে থাকা সময়টাকে পেছনে ফেলার আরেকটি সুযোগ পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হারের বৃত্ত ভেঙে জয়ে ফেরার সুযোগ মিলছে শ্রীলঙ্কা সফরে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে সোমবার ১২ এপ্রিল দুপুরে চার্টার্ড ফ্লাইটে দেশ ছেড়েছে বাংলাদেশ টেস্ট দল। তিন ঘণ্টার ফ্লাইট শেষে বিকেলেই কলম্বো পৌঁছে গেছে ৪১ জনের বহর।

[৩] মাঠের ক্রিকেটে নাজুক অবস্থানের কারণেই শ্রীলঙ্কা সফরে হাঁকডাক নেই বাংলাদেশের ক্রিকেটারদের কণ্ঠে। দুই ম্যাচের টেস্ট সিরিজে লঙ্কানদের বিরুদ্ধে লড়াইয়ের আশাবাদ ব্যক্ত করে সোমবার দেশ ছেড়েছেন টিম লিডার ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। জয়ের জন্য সেরা ক্রিকেট খেলতে হবে মুমিনুলদের। সুজনের বিশ্বাস, জেতার সামর্থ্য আছে বাংলাদেশ দলের।

[৪] বোর্ড পরিচালক সুজন বলেছেন, আমাদের সব ক্রিকেটারের মধ্যেই সামর্থ্য আছে। এই জিনিসটা মাথায় নিয়েই খেলতে হবে ইতিবাচক, আক্রমণাত্মক ক্রিকেট। আমি সবসময় ইতিবাচক ক্রিকেট খেলার কথা বলি, মানসিকতা অনেক গুরুত্বপূর্ণ। যে মানসিকতা আমি দেখেছি দুই বছর আগে। সেরকমটা দেখতে চাই, মাঠে লড়াই করবে, ফল কী হবে পরে দেখা যাবে। কিন্তু আমরা লড়াই করতে চাই।

[৫] দল হিসেবে আত্মবিশ্বাস খুব ভালো অবস্থানে নেই। শেষ সিরিজে ঘরের মাঠেই ওয়েস্ট ইন্ডিজের কাছে মুমিনুলরা হেরেছিল ২-০ তে। সুজনের চোখে, শ্রীলঙ্কায় জেতার পূর্বশর্ত দলগতভাবে নিজেদের সেরা ক্রিকেট খেলা।

[৬] সাবেক এ অধিনায়ক বলেছেন, ‘অবশ্যই আমরা চাই জিততে। আমরা ওখানে সেরা ক্রিকেট খেলতে চাই। পাঁচ দিনের খেলা এ কারণে সেশন বাই সেশন ধরে এগোতে হবে। চট্টগ্রাম টেস্টে (উইন্ডিজের বিপক্ষে) আমরা চার দিন ডমিনেট করেও হেরে গেছি, এমনটা করতে চাই না। লম্বা সময় মনোযোগ ধরে রাখতে চাই।

[৭] শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করার সামর্থ্য আছে বাংলাদেশ দলের। ব্যক্তিগত সাফল্যের পথ মাড়িয়ে দলগত পারফরম্যান্স দেখতে চান সুজন। কন্ডিশন সম্পর্কে জানাতে গিয়ে সোমবার তিনি বলেছেন, কন্ডিশনটা আমরা জানি ওখানে এখন গরম থাকে বেশি। উইকেটটা ভালো থাকে। শ্রীলঙ্কার কন্ডিশনের শ্রীলঙ্কা বেশ শক্ত প্রতিপক্ষ, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা স্কিলের দিক থেকে পিছিয়ে নেই।

[৮] শুরুতে তিন দিনের রুম কোয়ারেন্টাইনে থাকবে বাংলাদেশ দল। কোয়ারেন্টাইনে থেকেই আগামী ১৫-১৬ এপ্রিল অনুশীলনের সুযোগ পাবেন ক্রিকেটাররা। পরে কাতুনায়েকেতে ১৭-১৮ এপ্রিল নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবেন মুমিনুল-তামিমরা। প্রস্তুতি ম্যাচ শেষে ঘোষণা করা হবে দুই টেস্টের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল।

[৯] ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে দুই দিন অনুশীলন শেষে ২১ এপ্রিল প্রথম টেস্ট খেলতে নামবে মুমিনুল বাহিনী। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৯ এপ্রিল। দ্বিতীয় টেস্ট শুরুর আগেই চূড়ান্ত দলে সুযোগ না পাওয়া ক্রিকেটাররা দেশে ফিরবেন। ৪ মে দেশে ফিরবে বাংলাদেশ দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়