তাহমীদ রহমান: [২] সোমবার জাতিসংঘের অভিবাসী বিষয়ক সংস্থা আইওএম নৌকা ডুবির খবর জানিয়েছে। আল জাজিরা
[৩] আইওএম এর পূর্ব আফ্রিকা ও হর্ন অব আফ্রিকা শাখার আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আবদিকার টুইটারে লিখেছেন, মানবপাচারকারীরা ঝুঁকিপূর্ণ পথে অবৈধভাবে এসব অভিবাসী প্রার্থীদের পার করার চেষ্টা করছিল।
[৪] তিনি আরোও বলেন, অভিবাসীদের দুর্বলতা কাজে লাগিয়ে মানবপাচারকারী ও চোরাচালানকারীরা এ কাজ করছে। তাদের বিচারের বিষয়টিতে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে।
[৫] স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মাছ ধরতে যাওয়া একটি নৌকার দল ক্যানারি দ্বীপপূঞ্জের সবচেয়ে ছোট দ্বীপ এল হিয়েরোর দক্ষিণে ১৯৩ কিলোমিটার দূরের ওই নৌকাডুবির বিষয়টি প্রথম দেখে। আফ্রিকান নিউজ
[৬] উত্তর এবং সাবা সাহারা আফ্রিকার দেশগুলোর অনেক অবৈধ অভিবাসী ও শরণার্থী মারাত্মক ঝুঁকিপূর্ণ পথ পাড়িয়ে দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপূঞ্জে যাওয়ার পথে প্রাণ হারান।
[৭] আইওএম টুইট করে বলে, নৌ পাচারকারী লোকজন পাচারকারীদের দ্বারা নিয়ন্ত্রিত এই নৌকায় ৬০০ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। করোনায় পর্যটনসহ অন্যান্য শিল্পখাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ২০১৯ সালে পর এই সংখ্যাটা আটগুণ বেড়েছে। একইসঙ্গে বেড়েছে প্রাণহানি। রয়টার্স/রাশিদ