শিরোনাম
◈ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে জরুরি হয়ে উঠেছিলেন ◈ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও মেয়রের বাড়িতে আগুন ◈ হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত: আলজাজিরার বিশ্লেষণ ◈ পা‌কিস্তা‌নের কা‌ছে পরা‌জিত হ‌য়ে যুব এ‌শিয়া কা‌পের সেমিফাইনাল থে‌কে বাংলাদেশের বিদায় ◈ বাংলাদেশ ইস্যুতে সংলাপ বজায় রাখার সুপারিশ, হাসিনার রাজনৈতিক ভূমিকা নয়: ভারত ◈ শহীদ ওসমান হাদির জানাজাকে ঘিরে ৭ নির্দেশনা ডিএমপির ◈ গভীর রাতে নদী ও ইটভাটায় চলে প্রশিক্ষণ, চার বিভাগে সক্রিয় শুটার নেটওয়ার্ক ◈ হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত, ঢাকায় বিজিবি মোতায়েন, বিদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা ◈ সুদানে ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার ◈ শরিফ ওসমান বিন হাদি হত্যায় জাতিসংঘের উদ্বেগ, দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের আহ্বান

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৮:২৩ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্যারিসের মাঠে আজ পিএসজিকে হারাতে চায় বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক : [২] বায়ার্ন মিউনিখ কোচ হান্স ফ্লিক ভালো করেই জানেন পিএসজির মাঠে কাজটা কতটা কঠিন। চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াইয়ে শিষ্যদের কাছ থেকে তাই নিখুঁত পারফরম্যান্স চান তিনি। প্যারিসে ‘অঘটন’ ঘটিয়ে পরের রাউন্ডে যাওয়ার আশায় বুক বাঁধছেন ফ্লিক।

[৩] ইউরোপ সেরা প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে গত বুধবার (৭ এপ্রিল) ঘরের মাঠে ৩-২ গোলে হারে বায়ার্ন। প্যারিসে বাংলাদেশ সময় মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত একটায় ফিরতি লেগে গতবারের রানার্সআপদের মুখোমুখি হবে শিরোপাধারীরা।

[৪] প্রথম পর্বে বল দখল ও আক্রমণে বেশিরভাগ সময় আধিপত্য করলেও সুযোগ কাজে লাগাতে পারেনি বায়ার্ন। ফলাফল, চ্যাম্পিয়ন্স লিগে দুই বছরের বেশি সময় পর হারের তেতো স্বাদ পেতে হয় তাদের। টুর্নামেন্টে টিকে থাকতে প্রতিপক্ষের মাঠে অন্তত ২-০ গোলে জিততে হবে জার্মান চ্যাম্পিয়নদের। ডিফেন্ডার জশুয়া কিমিচ ঘুরে দাঁড়ানোর ব্যাপারে দারুণ আশাবাদী। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ফ্লিক বললেন, সর্বোচ্চ চেষ্টা করবেন তারা।

[৫] (প্রথম লেগে) আমরা অনেক সুযোগ পেয়েছিলাম। কিন্তু সেগুলো আমরা কাজে লাগাতে পারিনি। আমাদের উন্নতি করতে হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং সেমি-ফাইনালের আশায় ম্যাচটি খেলতে নামব। আমাদের বিপক্ষে যে মনোভাব পিএসজি দেখিয়েছিল, আগামীকাল (মঙ্গলবার) আমরাও যেন সেটা দেখাতে পারি, তা নিশ্চিত করতে হবে। তাদের ভুল করতে বাধ্য করতে হবে। জানি আমাদের অন্তত দুই গোল করতে হবে। কাজটা কঠিন, তবে এজন্যই আমরা ফুটবল খেলি। প্যারিসে আমরা ছোট একটি অঘটন ঘটাতে চাই। আর তা করতে পারলে অবশ্যই খুশি হব। - বিডিনিউজ/ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়