রাশিদ রিয়াজ : ৪৫তম আটলান্টা ফিল্ম ফেস্টিভাল শুরু হচ্ছে আগামী ২২ এপ্রিল। এতে ইরানের মোনা জান্দি-হাগহিগির ‘আফ্রিকান ভায়োলেট’ প্রধান বিভাগে প্রদর্শন হবে। ইরানি এ চলচ্চিত্রের কাহিনী হচ্ছে মধ্যবয়সের এক নারী সোকু হঠাৎ আবিস্কার করেন তার সাবেক স্বামী ফেরিদান নার্সিং হোমে ভর্তি হয়েছেন। তার ছেলেমেয়েরা তাকে নার্সিং হোমে ভর্তি করেছে। কিন্তু দ্বিতীয় স্বামী রেজার সঙ্গে শলামরামর্শের পর সোকু তার প্রথম স্বামী ফেরিদানকে নিজের বাসায় নিয়ে আসেন ও দেখাশোনা করতে শুরু করেন। ইরানের এ চলচ্চিত্রটি আরো ২৫টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করবে। এসব চলচ্চিত্রের মধ্যে আছে যুক্তরাষ্ট্রের ‘উই আর অল গোয়িং টু দি ওয়ার্ল্ডস ফেয়ার’, ফ্রান্সের ‘মা বেলি, মাই বিউটি’, চীনের ‘নক নক’, কানাডার ‘আকিলাস এসকেপ’ ও ব্রিটেনের ‘ড্রিম হর্স’। এছাড়া ইরানের স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র, পানাবারখোদা রেজাইর ‘আইস এন্ড আর্মস’ ফেস্টিভালে প্রদর্শিত হবে। এ চলচ্চিত্রে মারইয়াম ও মোহাম্মদের দাম্পত্য জীবনকে ঘিরে কাহিনী বিবৃত হয়েছে। এক প্রত্যন্ত অঞ্চলে বাস করে এ দম্পতি। মারইয়াম এক ট্রেন দুর্ঘটনায় হাত ও পা হারান। তাদের দুজনের চোখের ভাষায় কথোপকথন চলচ্চিত্রে তাদের অনেক না বলা কথাকে তুলে ধরেছে। শিভা সাদেক-আসাদি পরিচালিত ‘ক্রাব’ ও এলাহি এসমায়েলির ‘দি ডল’ ও বারান সারমাদের ‘স্পটেড ইয়েলো’ এই তিনটি ইরানি চলচ্চিত্র আটলান্টা ফিল্ম ফেস্টিভালে দর্শকদের নজর কাড়বে বলে আশা করা হচ্ছে। আগাম দোসরা মে এ উৎসব শেষ হচ্ছে। তেহরান টাইমস