শিরোনাম
◈ ১৯ দিনে রেমিট্যান্স এল ২৫ হাজার ৯০০ কোটি টাকা ◈ সংবিধান সংস্কারের বিপক্ষে জাপার ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিলেন জি এম কাদের ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০২:০৯ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ন্যায্যমূল্যে ডিম, দুধ ও মুরগি বিক্রি শুরু

মঈন উদ্দীন: [২] করোনাকালে প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে রোববার থেকে রাজশাহীতে ন্যায্যমূল্যে ডিম, দুধ ও মুরগি বিক্রি শুরু হয়েছে।

[৩] জেলা সদরে ১টি ও ৯ উপজেলায় ৯টি ট্রাকে করে এসব সামগ্রী বিক্রি করা হচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. ইসমাইল হোসেন।

[৪] জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বলেন, জেলা সদরে ১টি ও ৯ উপজেলায় ৯টি ট্রাকে করে ন্যায্যমূল্যে এসব সামগ্রী বিক্রি করা হচ্ছে। আগামী ১০ দিন বিক্রির পর ফলাফল ভালো হলে মোট ৪৫ দিন এই অভিযান চলবে।

[৫] পবা উপজেলা পরিষদ চত্ত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। উপস্থি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতার।

[৬] উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম জানান, পবা উপজেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের বাস্তবায়নে ও প্রাণি সম্পদ বিভাগের সহযোগিতায় মুরগী, ডিম ও দুধ বিক্রয় করা হচ্ছে। আগামী ১০ দিন উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণভাবে ট্রাকে করে এসব পন্য বিক্রয় করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়