শিরোনাম
◈ ২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, বৃহস্পতিবার যাবেন রাজশাহীতে ◈ চানখারপুলে ৬ হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৮ জনের রায় আজ ◈ গাবতলীতে চালু হচ্ছে দেশের সর্ববৃহৎ স্থায়ী পাইকারি ফুলের বাজার ◈ নারায়ণগঞ্জে মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণের অঙ্গীকার তারেক রহমানের ◈ গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন! ◈ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি ◈ প্যারোল কী, কারা পান এবং কীভাবে—বাংলাদেশের আইন কী বলে ◈ ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট গণনা করা যাবে না: ইসির পরিপত্র জারি ◈ ক্ষমতায় গিয়ে কথা না রাখলে জবাব দিতে হবে: তারেক রহমান ◈ ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০২:০৯ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ন্যায্যমূল্যে ডিম, দুধ ও মুরগি বিক্রি শুরু

মঈন উদ্দীন: [২] করোনাকালে প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে রোববার থেকে রাজশাহীতে ন্যায্যমূল্যে ডিম, দুধ ও মুরগি বিক্রি শুরু হয়েছে।

[৩] জেলা সদরে ১টি ও ৯ উপজেলায় ৯টি ট্রাকে করে এসব সামগ্রী বিক্রি করা হচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. ইসমাইল হোসেন।

[৪] জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বলেন, জেলা সদরে ১টি ও ৯ উপজেলায় ৯টি ট্রাকে করে ন্যায্যমূল্যে এসব সামগ্রী বিক্রি করা হচ্ছে। আগামী ১০ দিন বিক্রির পর ফলাফল ভালো হলে মোট ৪৫ দিন এই অভিযান চলবে।

[৫] পবা উপজেলা পরিষদ চত্ত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। উপস্থি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতার।

[৬] উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম জানান, পবা উপজেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের বাস্তবায়নে ও প্রাণি সম্পদ বিভাগের সহযোগিতায় মুরগী, ডিম ও দুধ বিক্রয় করা হচ্ছে। আগামী ১০ দিন উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণভাবে ট্রাকে করে এসব পন্য বিক্রয় করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়