শাহজালাল ভূঞা : [২] ফেনীতে করোনা উপসর্গ নিয়ে ১১ দিনে ৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৬ জন ও দুইজন ফেনী ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাীন আবস্থায় মারা যায়।
[৩] রোববার সকালে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে জ¦র শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাীন আবস্থায় মারা যান নাজিম উদ্দিন (৮২) নামে এক বৃদ্ধ। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষিপুর গ্রামের বাসিন্দা ছিলেন। নাজিম উদ্দিনের মেয়ের জামাই আবু ইউছুপ জানায়, জ¦র শ^াসকষ্ট দেখা দিলে রোববার সকালে তাঁকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
[৪] ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঁঞা জানান, জ্বর শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে ওই রোগীকে ভর্তি করা হয়। কিছুক্ষন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
[৫] আরএমও জানান, গত ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত ফেনী জেনারেল হাসপাতালে জ্বর শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে আরও ৫ জন মারা গেছেন।
[৬] তদের মধ্যে ৯ এপ্রিল হাজী সায়েদ আহম্মদ (৬৫), ৩ এপ্রিল হোসনে আরা বেগম (৬৫), ২ এপ্রিল আকবর হোসেন ((৭০), এবং ১ এপ্রিল হবরুন মোহন দাস (৮৫) ও নুরুল হুদা (৮৬) মারা গেছেন। ফেনী ডায়াবেটিক হাসপাতালের পরিচালক মো. ইউনুছ জানায়, জ্বর শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে গত ৯ এপ্রিল ফনি ভূষন মজুমদার (৭৭) ও সিরাজুল হক (৭২) নামে দুইজন ফেনী ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
[৭] এ ছাড়া এ সময় কালে ফেনীতে আবদুল আজিজ নামে এক বৃদ্ধ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। সম্পাদনা: সাদেক আলী