সুমাইয়া ঐশী: [২] পাকিস্তানের জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার প্ল্যাকার্ড এবং ব্যানার নিয়ে বিক্ষোভ করে মানবাধিকার সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনীধিরা। প্ল্যাকার্ডে তারা তাদের দাবি এবং ধর্ষণ নিয়ে ইমরান খানের বিতর্কিত মন্তব্যগুলো তুলে ধরে। দ্য হিন্দুস্তান টাইমস
[৩] এর আগে গত বুধবার জনগণের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে একজন দর্শক তাকে জিজ্ঞেস করেন, দেশে বর্তমানে ধর্ষণ বিশেষ করে শিশুদের প্রতি যৌন নির্যাতন কমাতে সরকার কী কী পদক্ষেপ নিচ্ছে?
[৪] এর বিপরীতে ধর্ষণের জন্য নারীদের পোশাককেই দায়ী করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। নারীদের পর্দা না করা এবং অশ্লীলতার করণেই ধর্ষণ বাড়ছে বলে মন্ত্যব্য করেন প্রধানমন্ত্রী।
[৫] বিক্ষোভ, সমালোচনা ও বিরোধীতার পরও এনিয়ে কোনও মন্তব্য করেনি ইমরান খান বা সরকার পক্ষের কেও। বিক্ষোভকারীদের এই দাবি ইমরান মানবেন কিনা তাও জানানো হয়নি। সম্পাদনা: আমিফুজ্জামান পৃথিল