রাজু চৌধুরী : [২] করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবদুল লতিফ নামে ৬৫ বছর বয়সী এক চিকিৎসক মৃত্যু বরণ করেছেন।
[৩] শুক্রবার (৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
[৪] ডা. আবদুল লতিফের (৬৫) বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহায়। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ১৮তম ব্যাচের ছাত্র ছিলেন।
[৫] তিনি মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক ছিলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের মহাব্যবস্থাপক (জিএম) ডা. মো. সেলিম জানান, ডা. লতিফ গত ৯ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতেই তিনি মৃত্যুবরণ করেন। সম্পাদনা: জেরিন