শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৯:৩০ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৯:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশ পরিচয়ে মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ধর্ষণ, র‌্যাবের হাতে গ্রেপ্তার

সুজন কৈরী: [২] পুলিশ পরিচয়ে মাদক দিয়ে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম রবিন শেখ।

[৩] কেরাণীগঞ্জের পূর্ব চড়াইল রেখার মেম্বরের গলি এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি খেলনা পিস্তল, ২টি মোবাইল ফোন, ও ধর্ষকের এডিটিং করা পুলিশের পোষাক পরিহিত ছবি উদ্ধার করা হয়েছে।

[৪] বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব বলেন, রবিন বিভিন্ন সময় পুলিশ সদস্য হিসেবে মিথ্যে পরিচয় দিতেন।

[৫] দুই মাস আগে রবিনসহ আরও চার থেকে পাঁচজন নির্যাতনের শিকার ওই নারীর বাসায় গিয়ে নিজেদের পুলিশ বলে পরিচয় দেন। ওই সময় মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ওই নারীর বাসা থেকে নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে যান। কিছুদিন পর রবিন আবার ওই নারীর বাসায় গিয়ে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করেন এবং সেই দৃশ্য মোবাইলে ভিডিও করেন। এরপর সেই ভিডিও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই নারীকে বিভিন্ন সময় ধর্ষণ করেন। একপর্যায়ে রবিনের নজর যায় নির্যাতিত নারীর মেয়ের দিকে। মোবাইলে ধারণ করা সেই ভিডিওর ভয় দেখিয়ে নির্যাতিত নারীর মেয়েকেও ধর্ষণের চেষ্টা করেন। পরে ওই নারী র‌্যাবের কাছে অভিযোগ করেন। এরই ভিত্তিতে রবিন শেখকে গ্রেপ্তার করা হয়।

[৬] রবিনের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনসেটে জোরপূর্বক ধর্ষণের ভিডিও পাওয়া যায়। এছাড়াও পুলিশের ইউনিফর্ম পরিহিত বেশ কিছু ছবি পাওয়া যায়।

[৭] এসব ছবির বিষয়ে গ্রেপ্তার রবিন র‌্যাবকে জানিয়েছেন, এই ছবিগুলো বিশেষ অ্যাপের মাধ্যমে এডিট করে তৈরি করা। তিনি নিজেকে ফেসবুকে পুলিশ হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে নানা ধরনের প্রতারণা করছিলেন।

[৮] গ্রেপ্তার রবিনের বিরুদ্ধে নির্যাতিত নারী সংশ্লিষ্ট থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। রবিনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা এনায়েত কবির শোয়েব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়