শিরোনাম
◈ নতুন সাবমেরিন কেবল স্থাপন হচ্ছে না, কোটি কোটি ডলার চলে যাচ্ছে ভারতে!(ভিডিও) ◈ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ: প্রধান উপদেষ্টা ◈ গণভোট আগে না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না: তাহের ◈ শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, রায়ের দিন ধার্য হবে কাল ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা, প্রশ্ন প্রধান বিচারপতির ◈ সচল ১৬ স্থলবন্দরে ১ কোটি ৫২ লাখ টন পণ্য আমদানি, ৮ বন্দর নিষ্ক্রিয় ◈ ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার নারীর বিয়ে বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ◈ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে উৎসবমুখর, জার্মান রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ ১২ নির্দেশনা মানতে হবে সেন্টমার্টিন দ্বীপে যেতে  ◈ সরকারের দলীয় উপদেষ্টা ও প্রশাসনের ব্যক্তিদের বদলাতে হবে: আনিসুল ইসলাম মাহমুদ

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৯:৩০ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৯:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশ পরিচয়ে মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ধর্ষণ, র‌্যাবের হাতে গ্রেপ্তার

সুজন কৈরী: [২] পুলিশ পরিচয়ে মাদক দিয়ে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম রবিন শেখ।

[৩] কেরাণীগঞ্জের পূর্ব চড়াইল রেখার মেম্বরের গলি এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি খেলনা পিস্তল, ২টি মোবাইল ফোন, ও ধর্ষকের এডিটিং করা পুলিশের পোষাক পরিহিত ছবি উদ্ধার করা হয়েছে।

[৪] বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব বলেন, রবিন বিভিন্ন সময় পুলিশ সদস্য হিসেবে মিথ্যে পরিচয় দিতেন।

[৫] দুই মাস আগে রবিনসহ আরও চার থেকে পাঁচজন নির্যাতনের শিকার ওই নারীর বাসায় গিয়ে নিজেদের পুলিশ বলে পরিচয় দেন। ওই সময় মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ওই নারীর বাসা থেকে নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে যান। কিছুদিন পর রবিন আবার ওই নারীর বাসায় গিয়ে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করেন এবং সেই দৃশ্য মোবাইলে ভিডিও করেন। এরপর সেই ভিডিও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই নারীকে বিভিন্ন সময় ধর্ষণ করেন। একপর্যায়ে রবিনের নজর যায় নির্যাতিত নারীর মেয়ের দিকে। মোবাইলে ধারণ করা সেই ভিডিওর ভয় দেখিয়ে নির্যাতিত নারীর মেয়েকেও ধর্ষণের চেষ্টা করেন। পরে ওই নারী র‌্যাবের কাছে অভিযোগ করেন। এরই ভিত্তিতে রবিন শেখকে গ্রেপ্তার করা হয়।

[৬] রবিনের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনসেটে জোরপূর্বক ধর্ষণের ভিডিও পাওয়া যায়। এছাড়াও পুলিশের ইউনিফর্ম পরিহিত বেশ কিছু ছবি পাওয়া যায়।

[৭] এসব ছবির বিষয়ে গ্রেপ্তার রবিন র‌্যাবকে জানিয়েছেন, এই ছবিগুলো বিশেষ অ্যাপের মাধ্যমে এডিট করে তৈরি করা। তিনি নিজেকে ফেসবুকে পুলিশ হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে নানা ধরনের প্রতারণা করছিলেন।

[৮] গ্রেপ্তার রবিনের বিরুদ্ধে নির্যাতিত নারী সংশ্লিষ্ট থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। রবিনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা এনায়েত কবির শোয়েব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়