নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জের আগানগর কেমি শাহ ১ নম্বর গলি এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন- রাজন (২৩) ও আল আমিন (৩৪)।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব বলেন, চুরির ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় গত মঙ্গলবার মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তকালে বুধবার রাতে ব্যাটালিয়নের একটি দল অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত প্রায় ২২ দশমিক ৫ ভরি স্বর্ণালঙ্কার, ১টি ল্যাপটপ ও ৩টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।
র্যাব কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার চোর। বেশ কিছুদিন ধরে তারা দক্ষিন কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় চুরি করছিলেন।