শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০২:২৩ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারের জনপ্রিয় অভিনেতা পাইং তাখনকে গ্রেফতার

বিনোদন ডেস্ক: দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে তিনি সশরীরে ও অনলাইনে সক্রিয় ছিলেন।

এদিকে অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলায় প্রায় ১০০ চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, সেলিব্রেটি ও সাংবাদিকের বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, দেশটিতে গণতন্ত্রপন্থিদের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ধরপাকড়ে রেহাই পাচ্ছেন না শিল্পী ও অভিনয় জগতের লোকজনও।

দেশজুড়ে মডেল ও অভিনেতা পাইং তাখনের লাখো ভক্ত রয়েছেন। ফেসবুকসহ তার ১০ লাখের বেশি অনুসারীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

তার মোবাইল ফোনও জব্দ করেছে সেনাবাহিনী।

১ ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির সেনাবাহিনী। এরপর থেকে গণতন্ত্রকামীদের অব্যাহত বিক্ষোভ চলছে।

এতে নিরাপত্তা বাহিনীর রক্তক্ষয়ী ধরপাকড়ে প্রাণহানিও বাড়ছে।

পাইং তাখনের বোন থি থি লুইনের ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টায় আটটি সামরিক ট্রাকযোগে অর্ধশতাধিক সেনা তাকে গ্রেফতার করতে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক তার এক ঘনিষ্ঠজন জানান, ইয়াঙ্গুনের শহরতলি নর্থ ডাগোনে তার মায়ের বাড়ি থেকে এই অভিনেতাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বিষণ্ণতায় ভুগছেন বলেও জানান তার স্বজনরা। এক পরিচিতজন বলেন, তার শারীরিক অবস্থা ভালো না। তিনি ঠিকমতো দাঁড়াতে পারছেন না। হাঁটতেও সমস্যা হচ্ছে। সথ্য সময় টিভি, নিউজ ১৮

  • সর্বশেষ
  • জনপ্রিয়