শিরোনাম
◈ নিরাপত্তা সতর্কতায় পুলিশ, রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ‘বিএনপি ১০০ বছর চেষ্টা করেও গণভোট ঠেকাতে পারবে না’ (ভিডিও) ◈ পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক ◈ প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ২য় ধাপে বড় বিজ্ঞপ্তি ◈ পাটওয়ারীর ও হাসনাতের সাথে ডা. জাহিদ রায়হানের বাকবিতণ্ডা! (ভিডিও) ◈ হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি ◈ ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত ◈ রংপুরে ভুয়া নারী সৈনিক সেজে অনলাইনে প্রেমের ফাঁদ, এরপর যা ঘটল! ◈ পুলিশ সুপারের বাসভবনে আগুন ◈ ভারতীয় রাষ্ট্রদূত তলব : হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে গভীর উদ্বেগ 

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৫:২৯ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আব্দুল্লাহ হারুন জুয়েল: মামুনুল হকের নারী কেলেঙ্কারির ঘটনায় সবচেয়ে অসহায় অবস্থায় আছে তার স্ত্রী আমিনা তৈয়বা

আব্দুল্লাহ হারুন জুয়েল: মামুনুল হকের নারী কেলেঙ্কারির ঘটনায় সবচেয়ে অসহায় অবস্থায় আছে তার স্ত্রী আমিনা তৈয়বা। ভদ্র মহিলার ধৈর্য্য দেখে অবাক হয়েছি। মামুনুল যখন শহীদুল ভাইয়ের স্ত্রীর সঙ্গে জেনা করার বিষয়টি মাঝখান থেকে অন্যকিছু মনে না করার কথা বলে শান্তনা দিচ্ছে, তখনও ভদ্রমহিলা ঠাণ্ডা মাথায় তাকে বাসায় আসতে বলছেন। সম্ভবত ৯৫ শতাংশ স্ত্রী এমন অবস্থায় ফোনেই স্বামীর ফরটিন জেনারেশন উদ্ধার করে ফেলতো। মামুনুল হকের বোন (মামুনের ভাষ্য অনুসারে ৩৫ বছর মদীনায় থাকা উচ্চ পর্যায়ের হাফেজা ও আলেমা) যখন মামুনুলের স্ত্রীকে সব জানার অভিনয় করতে পরামর্শ দেন, তখনও আমিনা বলছেন, এগুলো কি সত্যি? খবরে পড়লাম বাসায় ফেরেনি মামুনুল, সন্তানদের নিয়ে ঘর ছেড়েছেন তার স্ত্রী আমিনা তৈয়বা। মিথ্যা প্রচারণাকে কখনোই ভালো কৌশল মনে করি না।

যেটুকু সত্যি তার অর্ধেক প্রচার করলেও যাদের বোঝার কথা তারা বুঝবেন। যারা বুঝবে না তাদের সামনে মামুনুল হক নিজের পাপের কথা স্বীকার করলেও ভক্তকূল তাকে সকল ভুলত্রুটির ঊর্ধ্বে রেখে নবীর মর্যাদা দেবে! এছাড়া ক্ষুদ্র কোনো বিষয় ফেক হিসেবে পেলে বুম বিডি গং তড়িৎ গতিতে ফ্যাক্ট চেক করে তাদের দায়িত্ব পালন করবে। আর মামুনুলের ঘনিষ্ঠ বন্ধুদের সন্তানরা সেটাকেই তাদের আদর্শিক লড়াইয়ের সম্বল বানাবে। আমিনা তৈয়বার জন্য সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করছি। আর যারা ক্রিয়েটিভিটি ধরে রাখার জায়গা পাচ্ছেন না, তারা ঠাণ্ডা পানিতে গোসল করুন, উত্তেজনা কমবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়