শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৭:১৭ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরের চৌগাছায় ব্যবসায়ীদের বিক্ষোভ, ইউএনওর হস্তক্ষেপে শান্ত

চৌগাছা (যশোর) প্রতিনিধি: [২] বুধবার বেলা ১১টার দিকে শহরের ঝিকরগাছা সড়কের শনু ডাক্তারের মোড়ে শহরের ব্যবসায়ীদের এই বিক্ষোভ দেখানোর ঘটনা ঘটে।

[৩] ব্যবসায়ীরা জানান, বুধবার বেলা সাড়ে দশটা ও ১১টার দিকে দুই বার শহরের ব্যবসায়ীরা স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে দোকান খোলার বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানোর জন্য বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইবাদৎ হোসেনের কাছে যান। তখন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তাদের বলেন ‘আমি আইনের বাইরে না। আমি কোথাও যেতে পারবোনা।

[৪] এ বিষয়ে আমি কিছু করতেও পারবো না। আপনারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে যান।’ তার এ কথায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ফিরে এসে শহরের শনু ডাক্তারের মোড়ে, হক সুপার মার্কেটের সামনে বিক্ষোভ করতে থাকেন এবং মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক চৌগাছা থানার পুলিশ পরিদর্শক গোলাম কিবরিয়ার মাধ্যমে ব্যবসায়ীদেরকে নিজের কার্যালয়ে ডেকে নেন।

[৫] সেখানে তিনি ব্যবসায়ীদেরকে সরকারি নির্দেশনা সম্পর্কে অবহিত করে শান্ত থাকার আহবান জানান। ব্যবসায়ীরা তাদের দোকান খোলার বিষয়ে দাবি জানিয়ে স্মারকলিপি দিতে চাইলে তিনি তাদেরকে স্মারকলিপি দেয়ার জন্য বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা সমবায় অফিসার এম সালাহউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া, থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুননবী, ডিএসবির উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইবাদৎ হোসেন, পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান, ব্যবসায়ী রাশিদুল ইসলাম, আমিরুল ইসলাম, আবেদুর রহমান প্রমুখ।

[৬] এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক বলেন ব্যবসায়ীরা তাদের দাবি নিয়ে এসেছিলেন। তাদের শান্ত থাকার জন্য আহবান জানিয়েছি। ব্যবসায়ীরা একটি স্মারকলিপি দিতে চেয়েছেন। আমরা তাদের স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়