বাবুল খাঁন: [২] কোভিড-১৯ বিস্তার ও প্রতিরোধকল্পে বান্দরবান জেলা প্রশাসকের সভাকক্ষে কোভিড-১৯ প্রতিরোধে কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
[৩] বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, নববর্ষ ও সাংগ্রাই উৎসব উপলক্ষে ৭ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কসমেটিকস,জুতা, কাপড়ের দোকান খোলার ব্যাপারে কোভিড-১৯ প্রতিরোধ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেন।
[৪] সভায় আরো উপস্তিত ছিলেন, সিভিল সার্জন অং সুই প্রু মার্মা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. লুৎফুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার জনাব অশোক কুমার পাল ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি'রা।