শিরোনাম
◈ লালকেল্লা বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে সর্বোচ্চ ভারতের সতর্কতা জারি ◈ বিশ্বকাপের নিয়মে একাধিক বদল আনতে চাইছে ফিফা ◈ সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ ◈ আইপিএল ২০২৬-এর নিলাম হ‌বে আবুধা‌বি‌তে  ◈ আজ পল্টনে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দলের গণসমাবেশ ◈ রাজধানীতে মধ্যরাতে ৩ বাসে আগুন, পুড়েছে প্রাইভেটকারও ◈ পঞ্চগড়ে শুরু শীতের আমেজ, তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:২৫ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরার অপহৃত ছাত্রী উদ্ধার: গ্রেফতার ২

মো. বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরা থেকে অপহৃত দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

[৩] মঙ্গলবার (৬ এপ্রিল) দিবাগত রাতে উদ্ধারের পর বুধবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

[৪] এ ঘটনায় গত ২৮ মার্চ রাতে অপহৃতের বাবা ডেমরায় থানায় অভিযুক্ত অপহরণকারী মো. জাকির হোসেন (২৬) ও তার বাবা মো. হুমায়ুন কবিরসহ (৫৫) অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই রাতেই পুলিশ হুমায়ুন কবিরকে গ্রেফতার করে পরের দিন আদালতে পাঠালে আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা যাত্রাবাড়ীর মাতুয়াইল আড়াবাড়ী এলাকা ও ওয়ারী থানাধীন জয়কালী মন্দির এলাকায় বসবাস করেন। তাদের গ্রামের বাড়ী লক্ষীপুরের রায়পুরা থানার দক্ষিণ রায়পুর গ্রামে।

[৫] বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরার থানার এসআই নাজনীন আক্তার বলেন, করোনায় স্কুল বন্ধ থাকায় অপহৃত ওই ছাত্রী ডেমরার আল-আমিন রোড এলাকায় কোচিং করতো। এদিকে কোচিংয়ে যাওয়া আসার পথে মেয়েটিকে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো জাকির হোসেন।

[৬] এ বিষয়ে জানতে পেরে মেয়েটির বাবা ছেলেটিকে বারন করলে এতে সে ক্ষিপ্ত হয়। এদিকে গত ২৫ মার্চ বিকালে মেয়েটি কোচিং করতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে জাকিরের বাবা হুমায়ুন কবির তার সহযোগীদের নিয়ে মেয়েটিকে অপহরণ করে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়