শিরোনাম
◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে? ◈ বাংলাদেশের জন্য যে তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত ◈ ভারতের ব‌্যাড‌মিন্টন ভেন্যুতে মল, নোংরা ও অস্বাস্থ্যকর, খে‌লোয়াড়‌দের অভিযোগ  ◈ পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে পক্ষপাতের অভিযোগ বিএনপির, গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে দলটি ◈ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সরকারি গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ ◈ আজ ঢাকার তিন পয়েন্ট অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:২৫ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরার অপহৃত ছাত্রী উদ্ধার: গ্রেফতার ২

মো. বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরা থেকে অপহৃত দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

[৩] মঙ্গলবার (৬ এপ্রিল) দিবাগত রাতে উদ্ধারের পর বুধবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

[৪] এ ঘটনায় গত ২৮ মার্চ রাতে অপহৃতের বাবা ডেমরায় থানায় অভিযুক্ত অপহরণকারী মো. জাকির হোসেন (২৬) ও তার বাবা মো. হুমায়ুন কবিরসহ (৫৫) অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই রাতেই পুলিশ হুমায়ুন কবিরকে গ্রেফতার করে পরের দিন আদালতে পাঠালে আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা যাত্রাবাড়ীর মাতুয়াইল আড়াবাড়ী এলাকা ও ওয়ারী থানাধীন জয়কালী মন্দির এলাকায় বসবাস করেন। তাদের গ্রামের বাড়ী লক্ষীপুরের রায়পুরা থানার দক্ষিণ রায়পুর গ্রামে।

[৫] বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরার থানার এসআই নাজনীন আক্তার বলেন, করোনায় স্কুল বন্ধ থাকায় অপহৃত ওই ছাত্রী ডেমরার আল-আমিন রোড এলাকায় কোচিং করতো। এদিকে কোচিংয়ে যাওয়া আসার পথে মেয়েটিকে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো জাকির হোসেন।

[৬] এ বিষয়ে জানতে পেরে মেয়েটির বাবা ছেলেটিকে বারন করলে এতে সে ক্ষিপ্ত হয়। এদিকে গত ২৫ মার্চ বিকালে মেয়েটি কোচিং করতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে জাকিরের বাবা হুমায়ুন কবির তার সহযোগীদের নিয়ে মেয়েটিকে অপহরণ করে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়