শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:২৫ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরার অপহৃত ছাত্রী উদ্ধার: গ্রেফতার ২

মো. বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরা থেকে অপহৃত দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

[৩] মঙ্গলবার (৬ এপ্রিল) দিবাগত রাতে উদ্ধারের পর বুধবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

[৪] এ ঘটনায় গত ২৮ মার্চ রাতে অপহৃতের বাবা ডেমরায় থানায় অভিযুক্ত অপহরণকারী মো. জাকির হোসেন (২৬) ও তার বাবা মো. হুমায়ুন কবিরসহ (৫৫) অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই রাতেই পুলিশ হুমায়ুন কবিরকে গ্রেফতার করে পরের দিন আদালতে পাঠালে আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা যাত্রাবাড়ীর মাতুয়াইল আড়াবাড়ী এলাকা ও ওয়ারী থানাধীন জয়কালী মন্দির এলাকায় বসবাস করেন। তাদের গ্রামের বাড়ী লক্ষীপুরের রায়পুরা থানার দক্ষিণ রায়পুর গ্রামে।

[৫] বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরার থানার এসআই নাজনীন আক্তার বলেন, করোনায় স্কুল বন্ধ থাকায় অপহৃত ওই ছাত্রী ডেমরার আল-আমিন রোড এলাকায় কোচিং করতো। এদিকে কোচিংয়ে যাওয়া আসার পথে মেয়েটিকে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো জাকির হোসেন।

[৬] এ বিষয়ে জানতে পেরে মেয়েটির বাবা ছেলেটিকে বারন করলে এতে সে ক্ষিপ্ত হয়। এদিকে গত ২৫ মার্চ বিকালে মেয়েটি কোচিং করতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে জাকিরের বাবা হুমায়ুন কবির তার সহযোগীদের নিয়ে মেয়েটিকে অপহরণ করে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়