মো. তরিকুল ইসলাম : [২] বেঙ্গল ড্রাগস এন্ড ক্যামিকেল ফার্মাসিউটিক্যালস কারখানার দ্বিতীয় তলার স্টোর রুমে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহত ৪ জন কুমেক হাসঃভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে ।
[৩] বিস্ফোরণে ভবনের একটি দেয়াল উড়ে যায়। সবগুলো থাইগ্লাস ভেঙে পড়ে। কয়েকটি দেয়ালে ফাটল সৃষ্টি হয়।
[৪] বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিস কুমিল্লার সহকারি পরিচালক জসিম উদ্দিন জানান, ৩ টি এসি উড়ে গিয়ে বিভিন্নস্থানে পড়ে আছে। কি কারণে এই বিস্ফোরণ তা এখনই বলা যাচ্ছে না।
[৫] তবে বিস্ফোরিত কক্ষের পাশে কেমিক্যাল ও ধার্য্য পদার্থের স্টোর রুমটি ছিল এবং সেগুলো অক্ষত ছিল। অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি।বিস্ফোরণের শব্দে জনসাধারণের মাঝে ভিতি সঞ্চার হয়। সম্পাদনা: জেরিন আহমেদ