আরাফাত মহসিন: [২] সেঞ্চুরিয়ানে সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিন আফ্রিকা।
[৩] এর আগে প্রথম ওয়ানডে তিন উইকেটে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিন আফ্রিকাকে ১৭ রানে হারিয়েছে পাকিস্তান।
[৪] পাকিস্তান একাদশ: ইমাম উল হক, ফকর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, শাহিন আফ্রিদি, হ্যারিস রাউফ, মোহাম্মদ হাসনাইন।
[৫] দক্ষিন আফ্রিকা একাদশ: এইডেন মাকরাম, জান্নেমান মালান, জে জে স্মাটস, টেম্বা বাভুমা, কাইলি ভেরিনি, হেনরিক ক্লাসেন, এনডিল ফেহলুকয়ায়ো, কেশাব মাহারাজ, ড্যারিন ডুপাবিলন, বেরুন হেনড্রিক্স, লুথো সিপামলা।