শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৯:১৭ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের দিন মা জানতে পারলেন হবু পুত্রবধূ তার মেয়ে

ডেস্ক রিপোর্ট: বিয়ে নিয়ে অনেক রকম ঘটনা ঘটে। এর কোনও কোনও ঘটনা আনন্দের আবার কখনও তা বিষাদে রূপ নেয়। তবে সম্প্রতি চীনের জিয়াংসু প্রদেশের সুঝৌউ এলাকায় যা ঘটে গেলো তা অনেকটাই কল্পনাতীত। বিয়ের সব আয়োজন সম্পন্ন কিন্তু বিয়ের আগে বর জানতে পারলেন কনে আর কেউ নয় সম্পর্কে তার বোন হয়। আরটিভি

জানা গেছে, ওই নারীর ছেলের সঙ্গে এক তরুণীর বিয়ে ঠিক হয়েছিল। সবকিছুই পরিকল্পনা মতো চলছিল। কিন্তু বিয়ের দিন পাত্রীর হাতে একটি জন্ম দাগ দেখতে পান ছেলে মা। ছোটবেলায় হারিয়ে যাওয়া তার মেয়ের হাতেও এমন একটা দাগ ছিল। এরপরই দেরি না করে পাত্রীর বাবা-মায়ের কাছে তার আসল পরিচয় জানতে চান বরের মা।

আরও পড়ুন... বুধবার থেকে গণপরিবহন চলবে
প্রথমে অবাক হলেও তারা জানান যে, এই তরুণী তাদের সন্তান নয়। বহু বছর আগে তাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিলেন তারা। এরপর নিজেদের মেয়ের মতো করেই তাকে বড় করে তুলেছেন তারা। এরপরই ছেলের মা বুঝতে পারেন, হবু পুত্রবধূ তারই হারিয়ে যাওয়া সেই মেয়ে। এটা জানার পর মা-মেয়ে দুজনেই কান্নায় ভেঙে পড়েন।

ওই তরুণী জানায়, অনেকদিন ধরেই নিজের আসল বাবা-মায়ের খোঁজ করছিলেন তিনি। শেষ পর্যন্ত নিজের মাকে খুঁজে পেয়ে তিনি খুশি। বিয়ের চেয়েও নিজের আসল বাবা-মায়ের পরিচয় জানতে পারাই তার কাছে গুরুত্বপূর্ণ।

এদিকে পাত্র-পাত্রী ভাই-বোন সেকথা জানতে পেরে অনেকেই প্রশ্ন তোলেন তাহলে কি দুজনের বিয়ে হবে? তবে পাত্রের মা জানান যে, বিয়েতে কোনও সমস্যা নেই। কারণ তার মেয়ে হারিয়ে যাওয়ার পর ওই ছেলেটিকে দত্তক নেন তিনি। তাই বিয়েতে কোনও সমস্যাই হবে না। এরপর ধুমধাম করে বিয়েও হয় তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়