শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ১২:০৬ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ১২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার চরে দুই পক্ষের সংঘর্ষের দুজন নিহত অহত ১০জন

আফরোজা সরকার: রংপুরের গঙ্গাচড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার নোহালী ইউনিয়নের চরবাগডোহরা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আরও অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।
নিহত একজনের নাম আজিজুল ইসলাম (৫০)। তিনি উপজেলার নোহালী ইউনিয়নের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। অপরজনের নাম রিয়াজুল ইসলাম (৫৭)। তিনি একই ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামের বড় ভাই।

পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় ইউপি সদস্য আজিজুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে একই ওয়ার্ডে সাবেক সদস্য সাইফুল ইসলামের বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার দুপুরে উভয়ের গ্রুপের মধ্যে সংঘষের্র ঘটনা ঘটে। এসময় সাবেক ইউপি সদস্য সাইফুলের বড় ভাই রিয়াজুল (৫৭) ইসলাম ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় বর্তমান ইউপি সদস্য আজিজুল ইসলাম (৫০), আমেনা (১৮), হেলাল (৩৪), সেরাজুল (৩০), অজিপা (৫০), আবুল কালামসহ (২৫) অন্তত ১০ জন আহত হয়েছেন।

গুরুত্বর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইউপি সদস্য আজিজুল ইসলাম মারা যান। আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। নোহালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম টিটুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বহুদিন ধরে দুইপক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরআগেও একবার মারামারির ঘটনা ঘটেছিল। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। সংঘর্ষে দুইপক্ষের দুইজন মারা গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়