শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৫:৩০ বিকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্চে পোশাক রপ্তানি বেড়েছে আট দশমিক ১০ শতাংশ, বাড়ছে নীট পণ্যের চাহিদা

শরীফ শাওন: [২] বাংলাদেশ থেকে গত মাসে নীট ও ওভেন পণ্যসহ ২৪৫৪.৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। বিগত বছর একই মাসে ২২৫৬.১৯ মি. ডলারের পণ্য রপ্তানি হয়েছিলো। বিগত বছরের তুলনায় একক মাস হিসেবে এসময়ে রপ্তানি বেড়েছে ১৯৮.৭১ মি. ডলার।

[৩] রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে, মার্চ মাসে পণ্যগুলো রপ্তানির লক্ষ্যমাত্রা ছিলো ২৮৪২.২৩ মি. মার্কিন ডলার। লক্ষ্যমাত্রা থেকে রপ্তানি কমেছে ১৩.৬৩ শতাংশ বা ৩৮৭.৩৩ মি. মার্কিন ডলার।

[৪] চলতি বছর ফেব্রুয়ারি মাসে রপ্তানি হয়েছে ২৬২৫.২৮ মি. মার্কিন ডলার। পরবর্তী মাসে এসে রপ্তানি কমেছে ১৭০.৩৮ মি. মার্কিন ডলার।

[৫] মাস ও বছর ভিত্তিক রপ্তানি চিত্র কম বেশি থাকলেও পোশাক খাতে বরাবরের মতো রপ্তানির উর্দ্ধগতিতে রয়েছে নীট পণ্য, নেতিবাচক ওভেন পণ্যের রপ্তানি চিত্র।

[৬] বিগত অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থবছরে জুলাই থেকে মার্চ পর্যন্ত নীট পণ্যে রপ্তানি বেড়েছে ৫.৮৫ শতাংশ। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি বেড়েছে ২.৬০ শতাংশ। ফেব্রুয়ারি মাসে যথাক্রমে এর পরিমাণ ছিলো ৪.০৬ এবং ৩.৭৮ শতাংশ।

[৭] বিগত অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থবছরে জুলাই থেকে মার্চ পর্যন্ত ওভন পণ্যের রপ্তানি কমেছে ১০.৮৩ শতাংশ। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি কমেছে ১৪.১৪ শতাংশ। ফেব্রুয়ারি মাসে যথাক্রমে এর পরিমাণ ছিলো ১১.৪৯ এবং ১৩.৩২ শতাংশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়