শরীফ শাওন: [২] বাংলাদেশ থেকে গত মাসে নীট ও ওভেন পণ্যসহ ২৪৫৪.৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। বিগত বছর একই মাসে ২২৫৬.১৯ মি. ডলারের পণ্য রপ্তানি হয়েছিলো। বিগত বছরের তুলনায় একক মাস হিসেবে এসময়ে রপ্তানি বেড়েছে ১৯৮.৭১ মি. ডলার।
[৩] রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে, মার্চ মাসে পণ্যগুলো রপ্তানির লক্ষ্যমাত্রা ছিলো ২৮৪২.২৩ মি. মার্কিন ডলার। লক্ষ্যমাত্রা থেকে রপ্তানি কমেছে ১৩.৬৩ শতাংশ বা ৩৮৭.৩৩ মি. মার্কিন ডলার।
[৪] চলতি বছর ফেব্রুয়ারি মাসে রপ্তানি হয়েছে ২৬২৫.২৮ মি. মার্কিন ডলার। পরবর্তী মাসে এসে রপ্তানি কমেছে ১৭০.৩৮ মি. মার্কিন ডলার।
[৫] মাস ও বছর ভিত্তিক রপ্তানি চিত্র কম বেশি থাকলেও পোশাক খাতে বরাবরের মতো রপ্তানির উর্দ্ধগতিতে রয়েছে নীট পণ্য, নেতিবাচক ওভেন পণ্যের রপ্তানি চিত্র।
[৬] বিগত অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থবছরে জুলাই থেকে মার্চ পর্যন্ত নীট পণ্যে রপ্তানি বেড়েছে ৫.৮৫ শতাংশ। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি বেড়েছে ২.৬০ শতাংশ। ফেব্রুয়ারি মাসে যথাক্রমে এর পরিমাণ ছিলো ৪.০৬ এবং ৩.৭৮ শতাংশ।
[৭] বিগত অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থবছরে জুলাই থেকে মার্চ পর্যন্ত ওভন পণ্যের রপ্তানি কমেছে ১০.৮৩ শতাংশ। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি কমেছে ১৪.১৪ শতাংশ। ফেব্রুয়ারি মাসে যথাক্রমে এর পরিমাণ ছিলো ১১.৪৯ এবং ১৩.৩২ শতাংশ।