শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৫:৩০ বিকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্চে পোশাক রপ্তানি বেড়েছে আট দশমিক ১০ শতাংশ, বাড়ছে নীট পণ্যের চাহিদা

শরীফ শাওন: [২] বাংলাদেশ থেকে গত মাসে নীট ও ওভেন পণ্যসহ ২৪৫৪.৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। বিগত বছর একই মাসে ২২৫৬.১৯ মি. ডলারের পণ্য রপ্তানি হয়েছিলো। বিগত বছরের তুলনায় একক মাস হিসেবে এসময়ে রপ্তানি বেড়েছে ১৯৮.৭১ মি. ডলার।

[৩] রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে, মার্চ মাসে পণ্যগুলো রপ্তানির লক্ষ্যমাত্রা ছিলো ২৮৪২.২৩ মি. মার্কিন ডলার। লক্ষ্যমাত্রা থেকে রপ্তানি কমেছে ১৩.৬৩ শতাংশ বা ৩৮৭.৩৩ মি. মার্কিন ডলার।

[৪] চলতি বছর ফেব্রুয়ারি মাসে রপ্তানি হয়েছে ২৬২৫.২৮ মি. মার্কিন ডলার। পরবর্তী মাসে এসে রপ্তানি কমেছে ১৭০.৩৮ মি. মার্কিন ডলার।

[৫] মাস ও বছর ভিত্তিক রপ্তানি চিত্র কম বেশি থাকলেও পোশাক খাতে বরাবরের মতো রপ্তানির উর্দ্ধগতিতে রয়েছে নীট পণ্য, নেতিবাচক ওভেন পণ্যের রপ্তানি চিত্র।

[৬] বিগত অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থবছরে জুলাই থেকে মার্চ পর্যন্ত নীট পণ্যে রপ্তানি বেড়েছে ৫.৮৫ শতাংশ। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি বেড়েছে ২.৬০ শতাংশ। ফেব্রুয়ারি মাসে যথাক্রমে এর পরিমাণ ছিলো ৪.০৬ এবং ৩.৭৮ শতাংশ।

[৭] বিগত অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থবছরে জুলাই থেকে মার্চ পর্যন্ত ওভন পণ্যের রপ্তানি কমেছে ১০.৮৩ শতাংশ। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি কমেছে ১৪.১৪ শতাংশ। ফেব্রুয়ারি মাসে যথাক্রমে এর পরিমাণ ছিলো ১১.৪৯ এবং ১৩.৩২ শতাংশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়