শিরোনাম
◈ অগ্রণী ব‌্যাং‌কের ভ‌ল্টে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালংকার  ◈ ভারতে মুসলিম ছাত্রদের মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করতে আর মাথা নোয়াতে বাধ্য করলো হিন্দু চরমপন্থীরা  ◈ ২০ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে কড়াইল বস্তির ভয়াবহ আগুন ◈ দেড় দশক ঘরছাড়া, তবুও দেশ ছাড়িনি: জামায়াত আমির ◈ বাংলাদেশ ইতিহাস গড়তে যাচ্ছে—ফরাসি রাষ্ট্রদূতকে ড. ইউনূস ◈ গণভোট অধ্যাদেশ ২০২৫ প্রকাশ: জাতীয় সনদের সংস্কার প্রশ্নে ভোট দেবেন জনগণ ◈ কড়াইল বস্তিতে দাউদাউ আগুন: পাইপ কাটা ও পানির সংকটে ফায়ার সার্ভিসের চ্যালেঞ্জ ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ‌টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৩০ ন‌ভেম্বর আসছে পাকিস্তান নারী দল  ◈ চুপ থাকুন, আপনাকেও আসামি করা হতে পারে, ট্রাইব্যুনালের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীকে চিফ প্রসিকিউটর ◈ শাহজালালে কার্গো ভিলেজে আগুনের ঘটনা নাশকতা নয়: প্রেস সচিব

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০২:৩১ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৯৯ এ ফোন: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

সুজন কৈরী: জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ একজ‌নের ফোন কলে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
৯৯৯ এর মি‌ডিয়া কর্মকর্তা পু‌লিশ প‌রিদর্শক আ‌নোয়ার সাত্তার ব‌লেন, সোমবার রাত নয়টায় কুমিল্লার নাঙ্গলকোটের বকশীগঞ্জ ইউনিয়নের শুভপুর থেকে একজন ফোন করে জানান, সেখানে সাতবছর বয়সী প্রথম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে মাদ্রাসা শিক্ষক ধর্ষণ ক‌রে‌ছেন। এতে অসুস্থ হয়ে পড়া মাদ্রাসা ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। এলাকার লোকজন উত্তেজিত হয়ে কয়েকজন সন্দেহভাজন মাদ্রাসা শিক্ষককে আটকে রেখেছে। কলার আরো জানান, সেখানে এখন উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

৯৯৯ তাৎক্ষণিক কলারের সাথে নাঙ্গলকোট থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।
পরে নাঙ্গলকোট থানার এসআই আতিক ৯৯৯ কে ফোনে জানান, তারা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করেন এবং ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক বেলাল হোসেনকে (২৬) আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় 'নারী ও শিশু নির্যাতন দমন আইনে' মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়