শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৪:৫৯ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেফাজতের মামুনুল হক মারধর, মানহানী ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে পারবেন

নূর মোহাম্মদ: [২] নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে একজন নারীসহ বেড়াতে গিয়ে হামলা-নির্যাতনের শিকার হয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। তিনি বার বার নিজের স্ত্রী পরিচয় দিলেও স্থানীয়রা তাকে মারধর করে কাপড় ছিড়ে ফেলে। এমনকি বিষয়টি ফেসবুকে লাইভ সম্প্রচার করা হয়।

[৩] সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন বলেন, আওয়ামী লীগের চরিত্রই মানুষকে হেনস্থা করা। দেশে আইনশৃঙ্খলা নেই, মানুষের ব্যক্তি স্বাধীনতা নেই-এটাই প্রমান করে। বিষয়টি অসম্ভব মানহানীকর হয়েছে। একজন মানুষের চলা-ফেরার অধিকার সংবিধান তাকে দিয়েছে। এটি মৌলিক অধিকার। মামুনুল চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন।

[৪] সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, স্বাধীনতার ৫০ বছর পর এই ঘটনা থেকেই বুঝা যায় দেশের পরিস্থিতি কোনদিকে যাচ্ছে। মানুষের প্রত্যেকটা অধিকারের সঙ্গে রাজনীতি ঢুকে গেছে। এখানে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে, যা সংবিধানের লঙ্ঘন। এর পেছনে রাজনৈতিক খেলা থাকতে পারে বলে মনে করেন মনজিল মোরসেদ। এছাড়া ওই ঘটনায় কয়েকটি টিভি চ্যানেলের ভূমিকা নিয়েও ক্ষোভ জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়