মাহিন সরকার : [২] গাজীপুর টঙ্গীস্থ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ছেলেদের রিকার্ভ এককের প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ আনসারের রোমান সানা ১-৭ সেটে হেরে গেছেন ঢাকা আর্মি আর্চারি ক্লাবের জুয়েল খানের কাছে।
[৩] ২০১৯ কাঠমন্ডূ এসএ গেমসে সোনা জেতার পর গত বছর রোমান প্রথম ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেয় বিজয় দিবস টুর্নামেন্টে। সেখানে সেমিফাইনালে হেরেছিলেন। এরপর গত মার্চে কক্সবাজারে জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনার পদক হাতছাড়া হয় রোমানের, ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয় রোমানকে।
[৪] অথচ রোমানের গেমসের শুরুটা কি দুর্দান্তই না হয়েছিল। র্যাঙ্কিং রাউন্ডে একই সঙ্গে জাতীয় ও গেমস রেকর্ড গড়েন ৬৬১ পয়েন্ট পেয়ে র্যাঙ্কিংয়ে হয়েছিলেন প্রথম। কিন্তু শেষ পর্যন্ত এলিমিনেশন রাউন্ডে এসে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি।
[৫] খেলা শেষে গেমসের টানা সূচীকে দুষলেন রোমান। তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে সূচী বদল হয়েছে আমাদের। এতে সারা দিনে র্যাঙ্কিং রাউন্ড, এলিমিনেশন রাউন্ড, নকআউট পর্ব খেলতে হয়েছে। সকাল ৮টা থেকে বিরতিহীন খেলেছি দুপুর ২টা পর্যন্ত। শেষ দিকে এসে শরীরে কুলিয়ে উঠতে পারছিলাম না। আন্তর্জাতিক গেমসেও এভাবে কখনো খেলিনি। পদক মঞ্চে উঠতে পারলাম না বলে খারাপই লাগছে।
[৬] আর্চারিতে র্যাঙ্কিং রাউন্ডে রেকর্ড হয়েছে আরও তিনটি ইভেন্টে। মেয়েদের রিকার্ভ এককে সেনাবাহিনীর নাসরিন আক্তার ৬৩৭ পয়েন্ট পেয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। কম্পাউন্ডে পুরুষ এককে পুলিশের অসীম কুমার দাস ৭০৪ পয়েন্ট পেয়ে নতুন রেকর্ড গড়েন, ঢাকা আর্মি আর্চারি ক্লাবের তানিয়া রিমা র্যাঙ্কিং রাউন্ডে রেকর্ড গড়ার পথে পেয়েছেন ৬৮৯ পয়েন্ট।
[৭] কম্পাউন্ড পুরুষ এককে বাছাইয়ে অসীম কুমার দাস বাংলাদেশ পুলিশ ৭০৪ স্কোর গড়েছেন। বিশ্বরেকর্ড ৭১৮।