শিরোনাম
◈ এলডিসি উত্তরণ পর্যালোচনা: জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ◈ বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের ক্ষেত্রে নিরাপত্তা সতর্কতার প্রয়োজনীয়তা অনুভব করছে না ইইউ ◈ সৌদি আরবে মাটির নিচে ২৪৪ টন সোনার খনির সন্ধান! ◈ ব্যালটের ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আসছে ◈ শিক্ষার্থীদের প্রতি বছর নতুন করে ভর্তি ফি নেওয়ার প্রথা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদ শুরু ◈ ঢাকায় পরিত্যক্ত মার্কেট থেকে ভেসে আসছিল দুর্গন্ধ, অতঃপর... ◈ উত্তরায় এলিট ফোর্স সদস্যের শটগান ছিনতাই ◈ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ঢাকার ৪ থানায় অভিযানে গ্রেপ্তার ৪৯ ◈ পুরস্কারের অর্থের কী হবে? ব্যাখ্যা দি‌লো নরওয়ের কমিটি ◈ ক্রিকেটার সূর্যকুমারকে নিয়ে মন্তব্য করে বিপদে খুশি মুখোপাধ্যায়, অভিনেত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২১, ০৩:০৯ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২১, ০৪:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকা নেওয়ার পর করোনা আক্রান্ত এমপি চুমকি

বিল্লাল হোসেন:[২] করোনা টিকা নেওয়ার প্রায় ২ মাসের মধ্যে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

[৩] এর আগে তিনি চলতি বছরের ৭ ফেব্রুয়ারী সারাদেশে করোনা টিকা আনুষ্ঠানিক উদ্বোধনকালে নিজ সংসদীয় এলাকায় গাজীপুর জেলার প্রথম সংসদ সদস্য হিসেবে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকা গ্রহন করেন।

[৪] রোববার (০৪ এপ্রিল) দুপুরে মেহের আফরোজ চুমকি এমপি’র করোনা প্রজেটিভের বিষয়টি নিশ্চিত করেছেন ওই সাংসদের সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মো. মাজেদুল ইসলাম সেলিম।

[৫] তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানে যোগ দেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। এরপর থেকে তিনি জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন।

[৬] এ কারণে তিনি গত ২ এপ্রিল (শুক্রবার) করোনা পরীক্ষার নমুনা দেন। পরদিন শনিবার (০৩ এপ্রিল) নমুনা পরীক্ষার পাওয়া ফলাফলে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। তখন থেকেই তিনি হোম আইসোলেশনে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

[৭] তবে শারীরিকভাবে তিনি এখন সুস্থ্য আছেন। তিনি তাঁর রোগমুক্তির জন্য সকল নেতা-কর্মীসহ শোভাকাঙ্খিদের কাছে দোয়া চেয়েছেন বলেও জানান এপিএস মাজেদুল ইসলাম সেলিম।

[৮] উল্লেখ্য, করোনার শুরু থেকে সাংসদ মেহের আফরোজ চুমকি তাঁর সংসদীয় আসনে স্থানীয়দের মাঝে নিজ হাতে খাদ্য সহায়তা ছাড়াও সবাইকে স্বাস্থবিধি মানার ব্যাপারে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ছুটে গেছেন। সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়