শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২১, ১২:৪৯ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২১, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাকালীন সময়ে কেনাকাটা থেকে ফিরে নিজেকে সুরক্ষিত রাখতে কী করবেন

ডেস্ক নিউজ: আবারও করোনাভাইরাসের সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে। গতবারের চেয়ে এবার আরও দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। তাদের ভাষায়, ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহার, স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করবেন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়লেও জীবনের প্রয়োজনে অনেককে মুদি দোকান বা অন্যান্য শপিং সেন্টারে কেনাকাটা সারতে যেতে হেচ্ছে। এই সময় কেনাকাটা থেকে ফিরে নিজেকে সুরক্ষিত রাখতে কিছু অভ্যাস গড়ে তোলা জরুরি। যেমন-

ঘরে প্রবেশের আগে স্যানিটাইজার ব্যবহার : বাইরে বের হলে শরীরে অসংখ্য ব্যাকটেরিয়া, বিভিন্ন জীবাণুর সংস্পর্শ লাগতে পারে, যা আপনার সুরক্ষার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে মুদি দোকান বা অন্যান্য কেনাকাটা করতে গেলে অবশ্যই পকেটে বা ব্যাগে স্যানিটাইজার রাখুন। কেনাকাটা শেষে ঘরে প্রবেশের আগে এটি ব্যবহার করুন। এছাড়াও, বাইরে থাকাকালীন সময়ে হাত দিয়ে মুখ স্পর্শ করা এড়িয়ে চলুন।

ব্যাগ, চাবি, মোবাইল ফোন মেঝেতে রাখুন : ঘরে ফিরেই শপিং ব্যাগ, চাবি, পার্স এবং মোবাইল জীবাণুমুক্ত করার জন্য মেঝেতে রেখে দিন। প্রয়োজনে এতে জীবাণুনাশক ব্যবহার করুন।

জুতা, পোশাক পরিবর্তন করুন : কেনাকাটা সেরে ফিরে জুতা ঘরের বাইরে খুলে সরাসরি বাথরুমে যান। পোশাক পরিবর্তন করে হালকা গরম পানিতে গোসল সেরে নিন।। জুতা কয়েক ঘন্টা বাইরে রেখে দিন। ঘরে আনতে চাইলে জুতায় জীবাণুণাশক স্প্রে করুন।

মাস্ক পরিষ্কার করুন : বাইরে বের হলে আজকাল অনেকেই কাপড়ের মাস্ক ব্যবহার করছেন। কেনাকাটা সেরে ফিরে দ্রুত মাস্কটি ধুয়ে ফেলুন।

জিনিসপত্র ধরার আগে হাত ধোয়া : দোকানের জিনিসপত্র বের করার আগে ২০ সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করুন। ঘরে কোন কিছু স্পর্শ করার আগে অবশ্যই হাত ভালো করে ধুয়ে নিতে হবে।

ব্যাগগুলো ফেলে দিন : দোকান থেকে আপনাকে যে ব্যাগগুলো দেয়া হয়েছে সেগুলি দ্রুত ফেলে দিন। যদি ব্যাগগুলি আবার ব্যবহারের উপযোগী হয় তাহলে জীবাণুমুক্ত করে সংরক্ষণ করুন।

জিনিসপত্র গোছানোর পর হাত পরিষ্কার : মুদি দোকানের পণ্য বা বাইরে থেকে আনা পণ্য থেকে ব্যাকটেরিয়া ছড়াতে পারে। এ কারণে ব্যাগ থেকে জিনিসপত্রগুলি বের করে যথাস্থানে রাখার পর আবারও সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করুন। সূত্র :টাইমস অব ইন্ডিয়া

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়