আখিরুজ্জামান সোহান: [২] সাবেক এই যুবরাজ একটি ভিডিও বার্তায় অভিযোগ করেন, বর্তমানে দেশটির নেতৃত্বে থাকা সরকারের সমালোচনা করায় তাকে গৃহবন্দী রাখা হয়েছে। তার বাসায় ইন্টারনেট কানেকশনও বন্ধ করে দেওয়া হয়েছে।
[৩] আইনজীবীর মাধ্যমে বিবিসিকে দেওয়া ওই ভিডিওতে তিনি বলেন, দেশটির নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও হয়রানি নিয়ে সমালোচনা করায় তাকে আটকিয়ে রাখা হয়েছে। এমনকি তার কমিউনিটির মানুষদের সঙ্গেও কোনও ধরনের যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না।
[৪] তিনি আরও বলেন, নিরাপত্তার কারন দেখিয়ে কয়েকজন শীর্ষ স্থানীয় নেতাদের আটকের রাখার ষড়যন্ত্রের অংশ হিসেবে আমার সঙ্গে এমন করছে সামরিক বাহিনী।
[৫] তবে সামরিক বাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে। বাহিনীর প্রধান বলছেন, দেশে স্থিতিশীলতা বজায় রাখতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে, সেই ব্যাপারে সাবেক ওই যুবরাজকে আদেশ প্রদান করা হয়েছে এবং সকল ধরনের কর্মসূচী বন্ধ রাখতে বলা হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব