রাহুল রাজ: [২] করোনার কারণে এবার ঘরোয়া ফুটবলের সকল আয়োজন স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
[৩] তবে কবে নাগাদ ঘরোয়া ফুটবল আবার মাঠে ফিরবে এ ব্যাপারে কোন নির্দেশনা দেয়নি বাফুফে।
[৪] নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্টে ভালো কিছু করবে বাংলাদেশ, এমন প্রত্যাশা ছিলো বাফুফের। তবে কোচের বাড়তি পরীক্ষা-নিরীক্ষার কারণে তা সম্ভব হয়নি। এখন লক্ষ্যটা বিশ্বকাপ বাছাই পর্বের ৩ ম্যাচ ঘিরে। যেকারণে জাতীয় দল ম্যানেজম্যান্ট কমিটি এখনই আস্থা হারাতে চাননা জেমির উপর।
[৫] বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানান, সরকারের সিধান্তে আপাতত দেশের ঘরোয়া ফুটবলের সকল খেলা বন্ধ করা হয়েছে। পরবর্তেতে পরিস্থিতির উন্নতি হলে নতুন পরিকল্পনায় আবার মাঠে ফুটবল ফেরানো হবে।