শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৬:৪০ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৬:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে হফোজতে ইসলামরে বিক্ষোভ মছিলি

স্বপন দবে : [২] হাটহাজারী, ঢাকা ও ব্রাহ্মণবাড়য়িাসহ দশেরে বভিন্নি স্থানে নতোর্কমী ও মাদ্রাসাশক্ষর্িাথীদরে হতাহতরে প্রতবিাদে মৌলভীবাজাররে কমলগঞ্জে বক্ষিোভ মছিলি ও প্রতবিাদ সভা র্কমসুচি পালন করছেে হফোজতে ইসলাম।

[৩] কন্দ্রেীয় র্কমসূচীর অংশ হসিাবে কমলগঞ্জ উপজলোয় হফোজতে ইসলামরে আয়োজনে শুক্রবার বাদ আছর ভানুগাছ চৌমুহনা চত্ত্বর থকেে বক্ষিোভ মছিলি বরে করা হয়।

[৪] মছিলিটি পৌর এলাকার বভিন্নি সড়ক প্রদক্ষণি করে সন্ধ্যা পৌনে ৬টায় ভানুগাছ রলেষ্টশেন র্পাকংি মাঠে এক প্রতবিাদ সভার আয়োজন করা হয়। প্রতবিাদ সভায় হফেজতে ইসলাম কমলগঞ্জ উপজলো শাখার সভাপতি মুফতি সামছুল ইসলাম লয়িাকত এর সভাপতত্বিে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান জাকারয়িার সঞ্চালনায় প্রধান অতথিি হসিবেে বক্তব্য রাখনে হফোজতে ইসলাম মৌলভীবাজার জলো শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল মোত্তাকীন জুনাইদ।

[৫] অন্যান্যদরে মধ্যে বক্তব্য রাখনে হফোজত নতো মাও: ইকবাল হোসনে কয়সর, উপজলো হফোজতে ইসলামরে যুগ্ম সম্পাদক সামছুল ইসলাম, মাওঃ হুসাইন আহমদে খালদে, উপজলো হফোজত নতো মাও: শাহ-মুফতি আব্দুর রশদি, মাও: নুরুল ইসলাম প্রমুখ।

[৬] প্রতবিাদ সভায় বক্তারা বলনে, শান্তপর্িূণ র্কমসুচীর মধ্যে মাদ্রাসার শক্ষিক ও ছাত্রদরেকে হঠাৎ করে গুলি ছুড়ে পাখরি মতো যারা হত্যা করছে,ে অবলিম্বে সরকার দোষীদরে চহ্নিতি করে আইনরে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদরে পরবিারকে ক্ষতপিূরণসহ যারা আহত হয়ছেে তাদরেকে সু-চকিৎিসা দয়োর জোর দাবী জানান।

[৭] এদকিে হফেজতে ইসলামরে র্কমসুচীকে ঘরিে নরিাপত্তা রক্ষায় কঠোর অবস্থানে ছলি কমলগঞ্জ থানার পুলশি। সম্পাদনা: জরেনি আহমদে

  • সর্বশেষ
  • জনপ্রিয়