শিরোনাম
◈ শোডাউন-ড্রোন-পোস্টার নিষিদ্ধ: এবার ভোটের মাঠে কড়াকড়ি ◈ কোন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ করলেন সিলেটের সাবেক উপদেষ্টা? (ভিডিও) ◈ ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান (ভিডিও) ◈ আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা: কী করা যাবে, কী যাবে না ◈ হেয়ারকাট সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক, পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ◈ এক হত্যার বলি তিন পরিবার: ঝালকাঠিতে ১১ জন গুমের নেপথ্যকথা ◈ আইসিসি বোর্ড সভায় ভোটাভুটিতে মাত্র একটি ভোট পেয়েছে বাংলাদেশ ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান, এম এ জি উসমানী'র কবর জিয়ারত ◈ সারাদেশে যেসকল নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি ◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে?

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ১২:০২ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নৌকার বিরোধিতাকারীরা আর কোনদিন নৌকা পাবেনা রামুতে এমপি কমল

কামাল শিশির :[২] রামুতে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমুহের প্রতিনিধি সভায় তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমম সরওয়ার কমল এমপি বলেছেন, বিগত সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে যারা নৌকা প্রতীকের বিরোধীতা করেছে তারা আর কোনদিন নৌকা প্রতীক পাবেনা।

[৩] বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জরিপের ভিত্তিতে জনপ্রিয় নেতাদের হাতে নৌকা প্রতীক তোলে দেবেন।

[৪] নৌকা বিরোধী ও বিতর্কিত নেতাদের সুপারিশ জননেত্রী শেখ হাসিনার কাছে স্থান পাবেনা উল্লেখ করে কক্সবাজার সদর আসনের জনপ্রিয় সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেছেন, নৌকা প্রতীক এনে দেয়ার নামে যারা ব্যবসা শুরু করেছে তাদের ব্যাপারেও কেন্দ্রীয় আওয়ামী লীগ অবগত হয়েছে।

[৫] শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় রামু দুবাই ফিউচার পার্ক কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কমল উপরোক্ত কথা বলেন।

[৬] কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য, প্রবীন আওয়ামী লীগ নেতা গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজারকুলের সাবেক চেয়ারম্যান জাফর আলম চৌধুরী,  সৈনিকলীগ সভাপতি মিজানুল হক রাজাসহ আরও অনেকে। আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠনের ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

[৭] সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৭ এপ্রিল রামু খিজারী সরকারী উচ্চ বিদ্যালয়ের ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে সামাজিক দুরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে কর্মীসভা এবং ২২ মে রামু স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব করার সিদ্ধান্ত গৃহিত হয়।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়