শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ১২:০২ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নৌকার বিরোধিতাকারীরা আর কোনদিন নৌকা পাবেনা রামুতে এমপি কমল

কামাল শিশির :[২] রামুতে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমুহের প্রতিনিধি সভায় তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমম সরওয়ার কমল এমপি বলেছেন, বিগত সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে যারা নৌকা প্রতীকের বিরোধীতা করেছে তারা আর কোনদিন নৌকা প্রতীক পাবেনা।

[৩] বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জরিপের ভিত্তিতে জনপ্রিয় নেতাদের হাতে নৌকা প্রতীক তোলে দেবেন।

[৪] নৌকা বিরোধী ও বিতর্কিত নেতাদের সুপারিশ জননেত্রী শেখ হাসিনার কাছে স্থান পাবেনা উল্লেখ করে কক্সবাজার সদর আসনের জনপ্রিয় সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেছেন, নৌকা প্রতীক এনে দেয়ার নামে যারা ব্যবসা শুরু করেছে তাদের ব্যাপারেও কেন্দ্রীয় আওয়ামী লীগ অবগত হয়েছে।

[৫] শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় রামু দুবাই ফিউচার পার্ক কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কমল উপরোক্ত কথা বলেন।

[৬] কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য, প্রবীন আওয়ামী লীগ নেতা গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজারকুলের সাবেক চেয়ারম্যান জাফর আলম চৌধুরী,  সৈনিকলীগ সভাপতি মিজানুল হক রাজাসহ আরও অনেকে। আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠনের ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

[৭] সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৭ এপ্রিল রামু খিজারী সরকারী উচ্চ বিদ্যালয়ের ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে সামাজিক দুরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে কর্মীসভা এবং ২২ মে রামু স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব করার সিদ্ধান্ত গৃহিত হয়।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়