শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ১১:০৪ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপ ফাইনালে মহেন্দ্র সিং ধোনির ব্যাট জায়গা করে নিলো গিনেস বুকে

স্পোর্টস ডেস্ক : [২] ২০১১ বিশ্বকাপের ফাইনালে যে ব্যাট মহেন্দ্র সিং ধোনি ব্যবহার করেছিলেন, যে ব্যাট দিয়ে ছয় মেরে বিশ্বকাপ জিতিয়েছিলেন, সেই ব্যাটটিও অন্য রেকর্ড গড়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ফেলেছে।

[৩] মাহির সেই বিশেষ ব্যাটটি নিলামে উঠেছিল। সেই নিলাম ২০১১ সালের ১৮ জুলাই সংগঠিত হয়েছিল লন্ডনে। ব্যাটটি ১ লাখ পাউন্ড, ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি টাকা দিয়ে কিনেছিল ভারতেরই আর কে গ্লোবাল শেয়ারস এন্ড সিকিউরিটি লিমিটেড নামে এক সংস্থা। বিশ্বকাপের ফাইনালে ব্যবহৃত ধোনির ব্যাটটি রেকর্ড মূল্যে বিক্রি হওয়ার কারণেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছিল।

[৪] গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী, মহেন্দ্র সিং ধোনির ব্যাটটিই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি ব্যাট। নিলামে যেটি ১ লাখ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি টাকা) দিয়ে বিক্রি হয়েছিল। ব্যাটটি কিনেছিল আর কে গ্লোবাল শেয়ারস এন্ড সিকিউরিটি লিমিটেড (ভারত)।

[৫] ২০১১ সালের ১৮ জুলাই লন্ডনে ইস্ট মিটস ওয়েস্ট চ্যারিটি ডিনারে এই নিলাম সংগঠিত হয়েছিল। এই ব্য়াটটি বিশ্বকাপের ফাইনালে ব্যবহৃত হয়েছিল, যেটি দিয়ে উইনিং শট মেরেছিলেন ধোনি। শুধু ছয় মেরে ভারতকে জেতানো নয়, সেই ম্যাচে ৭৯ বলে ৯১ রান করেছিলেন মাহি। তার এই পারফরম্যান্সই ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করতে সাহায্য করেছিল। স্বভাবতই এই ব্যাটের গুরুত্ব অনেক বেশি। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়