শিরোনাম
◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ ◈ বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় জোট শরিকরা ◈ পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৩:৫০ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পীরগঞ্জে ভেজাল গুড়ে সয়লাব বাজার,নেই কোন তদারকি

জাকির হোসেন:[২] শীতকালে খেজুরের গুড় পিঠাপুলির অন্যতম উপকরণ। আদিকাল থেকেই বাঙালি জাতির এক অনুপম খাদ্য সামগ্রীর উপকরণ খেজুরের রসের পাটালী গুড় ও লালী গুড়। সেই গুড়ে মেশানো হচ্ছে চিনি। এ সব চিনি মেশানো ভেজাল গুড় পীরগঞ্জ উপজেলার হাটবাজারে বেচাকেনা চলছে।

[৩] জানা গেছে, বাজারে চিনির দামের চেয়ে খেজুর গুড়ের দাম বেশি হওয়ায় অন্তত পাঁচ-সাত বছর ধরে গাছিরা এ প্রক্রিয়ায় ভেজাল খেজুর গুড় উৎপাদন ও বিক্রি করছে। খোঁজ নিয়ে জানা যায়, বাজারে যেসব খেজুর গুড় এখন পাওয়া যাচ্ছে, তার শতকরা ৯৯ ভাগই চিনি মেশানো।

[৪] গাছিরা জানান, শীত যত বেশি পড়ে, খেজুর গাছ থেকে তত বেশি রস সংগৃহীত হয়। এবার শীতের তীব্রতা শুরু থেকেই অনেক কম। ফলে খেজুর গাছ থেকে রস সংগ্রহের পরিমাণও কম হচ্ছে। আবার আগের মতো ঝোঁপ-ঝাড় না থাকায় খেজুর গাছও কমেছে।

[৫] পরিকল্পিতভাবে খেজুর গাছ রোপণ করা না হলেও ঝোঁপ-ঝাড়ের সঙ্গে ব্যাপক হারে খেজুর গাছ কেটে ফেলা হয়েছে। ফলে আগের চেয়ে রস সংগ্রহের পরিমাণ অনেক কমেছে। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির কারণে বাজারে গুড়ের চাহিদা অনেক বেড়েছে। চাহিদার সঙ্গে যোগান ঠিক রাখতে গাছিরা খেজুর রসের সঙ্গে চিনির মিশ্রণে বেশি গুড় তৈরি করছে।

[৬] পীরগঞ্জের বিরহলীসহ আরো কয়েকটি জায়গায় ভেজাল গুড় তৈরি হয়ে পীরগঞ্জ কলেজ বাজার সেনুয়া বাজার,বোর্ডহাট বাজার, লোহাগাড়া বাজার,ভাবনাগঞ্জ বাজার,জাবরহাট বাজার,নসিবগঞ্জ বাজার,কাতিহার বাজারে এসব ভেজাল গুড় বিক্রি হচ্ছে।

[৭] মওসুমের শুরুতেই পীরগঞ্জের বিভিন্ন হাটবাজারে উঠতে শুরু করেছে খেজুরের গুড়। অবাধে তৈরি ভেজাল গুড় এক শ্রেণির অর্থলোভী চাষিরা খেজুর রসের সাথে চিনি মিশিয়ে গুড় তৈরি করছে। তবে শীতের শুরুতেই নবান্নের আমেজ এখন শহর থেকে প্রতিটি গ্রামে-গঞ্জের বাড়িতে বাড়িতে চলছে নতুন ধানের চালের গুরায় পিঠাপুলির উৎসব।

[৮] পীরাজনিত সমস্যা বিশেষ করে শিশুদের ওই ভেজাল গুড় দিয়ে কোনো খাদ্য তৈরি করে খাওয়ালে লিভারে ক্যান্সারের মতো ভয়াবহ মারাত্মক জটিল রোগ হতে পারে। বাজারে অভিযান পরিচালনা করে এ ধরনের ভেজাল গুড় চাষিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করতে সচেতন মহলের দাবি।

[৯] সরেজমিন বাজার ও হাটবাজার ঘুরে জানা গেছে, গুড়ের চেয়ে চিনির দাম কম বলে খেজুর ও লালী গুড়ে চিনি মেশানো হয়। চাষিরা ভোর বেলা গাছ থেকে খেজুর রস সংগ্রহ করে বাড়িতে নিয়ে এসে কড়াইয়ে রসজাল করে লালচে বর্ণের হলেই চিনি ঢেলে দিলেই চিনিগুলো রসের সাথে মিশে তৈরি হচ্ছে গুড়।

[১০] এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, এই এলাকায় খেজুর গাছের চাষ গুড় উৎপাদনের তুলনায় অনেক কম কিন্তু অসাদুপায়ে গুড় প্রস্তুতকারকরা বিভিন্ন ক্ষতিকারক উপাদান দিয়ে গুড় তৈরি করে বিভিন্ন হাট বাজারে নির্বিচারে ক্রয় বিক্রয় করছে। পীরগঞ্জ উপজেলার হাটবাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়