শিরোনাম
◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৬:১০ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পার্বতীপুরে অপহৃত স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার

সোহেল সানী: [২] দিনাজপুরের পার্বতীপুর থেকে অপহৃত হওয়ার এক স্কুল ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা ডিএমপি দক্ষিণ থানা মধ্য আজমপুর মুক্তিযোদ্ধা মোড় মুসলিম পাড়া ভাড়া বাসা থেকে অপহৃত ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। আগামীকাল শুক্রবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। সে শহরের পার্বতীপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী।

[৩] পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান বলেন, ২০২০ সালে ১৫ আগষ্ট সন্ধ্যে ৭টার দিকে ভিকটিম বাড়ী থেকে প্রয়োজনীয় কাজের জন্য বাইরে বের হলে সে অপহৃত হয়। এ ঘটনায় অপহৃতার বাবা বাদী হয়ে গত ২৩ আগষ্ট প্রধান অভিযুক্ত মাসুদ রানা (২০)সহ ৪জন কে আসামী করে পার্বতীপুর মডেল থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধনীয়/০৩) এর ৭/৩০ ধারায় অপহরন মামলা দায়ের করেন।

[৪] পার্বতীপুর মডেল থানার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর বিধান চন্দ্র বর্মন জানান- ঢাকা ডিএমপি দক্ষিণ থানা মধ্য আজমপুর মুক্তিযোদ্ধা মোড় মুসলিম পাড়া থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। অভিযুক্ত পলাতক প্রধান আসামীকে গ্রেতারের চেষ্টা অব্যাহত রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়