মাহিন সরকার: [২] টানা চতুর্থ জয়ের সাথে অপরাজিত ভাবে ফাইনালে পৌঁচ্ছেছে বাংলাদেশ।
[৩]আগামী ২ এপ্রিল ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হবে বৃহস্পতিবার। রেফারির শেষ সংকেতে ৩৩-৩১ পয়েন্ট লঙ্কাকে হারিয়েছে বাংলার দামাল ছেলেরা।
[৪]বাংলাদেশের কোচ সাজু রাম গায়েত জানান, ইনজুরির কারণে একাদশে পাঁচজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়াই আমরা মাঠে নেমেছি। তবুও আমরা ফাইনালে পৌঁছেছি। আশারাখি আমরাই শিরোপা নিজেদের করবো।